in ,

বিতর্কিত এলাকা কুইজ

Image Credit: KennyOMG/CC BY-SA 3.0

ভৌগোলিক অঞ্চলের দখল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা যায়। এসব বিরোধের মীমাংসা হতে বহু বছর লেগে যেতে পারে। কাশ্মীর ইস্যু একটি বড় উদাহরণ। এ বিতর্কিত এলাকা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি সরাসরি যুদ্ধ হয়ে গেছে। এছাড়া ছোট ও মাঝারি আকারের সংঘর্ষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় প্রতিনিয়ত।

এক দেশের ভেতর বিরোধ দেখা দেয়াও বিচিত্র নয়। যেমন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে কোরিয়ার দুই অংশের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। এরই প্রেক্ষাপটে ১৯৫০ সালে শুরু হয় যুদ্ধ। তিন বছর পর এর সমাপ্তি ঘটে। কিন্তু কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়।

বিশ্বের দশটি বিতর্কিত এলাকা থাকছে এবারের কুইজের বিষয় হিসাবে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ডি-ফ্যাক্টো (অঘোষিত) সীমানা চলে গিয়েছে কাশ্মীর বরাবর। কী নাম এ সীমানার?
সঠিক!
ভুল!

-

অ্যান্টার্কটিকা নির্দিষ্ট কোন রাষ্ট্রের অধীনে নয়। বরং একটি চুক্তি ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মহাদেশটি। স্বাক্ষরকারী প্রথম ১২ টি দেশের মধ্যে ৭ টি দেশ অ্যান্টার্কটিকার উপর নিজেদের অধিকার দাবি করেছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, চিলি ও _____।
সঠিক!
ভুল!

-

আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা অর্জন করেছিলো ১৯৬০ সালে। কিন্তু ১৯৮০-র দশকে দেশটিতে গৃহযুদ্ধ দেখা দেয়। ফলে একটি অংশ ১৯৯১ সালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাওয়া এ অংশের নাম কী?
সঠিক!
ভুল!

-

গত কয়েক দশক ধরে _____ নিয়ে সিরিয়ার বিরোধ চলে আসছে ইসরায়েলের সাথে।
সঠিক!
ভুল!

-

পশ্চিম সাহারা আফ্রিকার সবচেয়ে বিতর্কিত অঞ্চলের একটি। এর মূল অধিবাসী সাহরাউয়িরা ১৯৭০-এর দশক থেকে একটি দেশের বিরুদ্ধে লড়ে যাচ্ছে স্বাধীনতার জন্য। কোন দেশ?
সঠিক!
ভুল!

-

রিপাবলিক অব কসোভো ২০০৮ সালে _____ থেকে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো পূর্ণাঙ্গ স্বীকৃতি অর্জনে সক্ষম হয়নি।
সঠিক!
ভুল!

-

"চিরুনি নিয়ে টাক মাথার দুই ব্যক্তির মধ্যে ঝগড়া" - এভাবেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধকে আখ্যায়িত করেছেন কবি হোর্হে লুইস বোর্হেস। কোন দুই দেশের মধ্যে এ বিরোধ রয়েছে?
সঠিক!
ভুল!

-

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টানার জন্য এখনো কোন শান্তি চুক্তি হয় নি জাপান ও রাশিয়ার মধ্যে। এর মূলে রয়েছে যে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ -
সঠিক!
ভুল!

-

২০১৪ সালে ইউক্রেনের যে অংশকে নিজের বলে ঘোষণা করে রাশিয়া -
সঠিক!
ভুল!

-

মাও সেতুং চীনের ক্ষমতা দখলের পর এই দ্বীপে চলে যান সেনাশাসক চিয়াং কাই শেক। সেখানে রিপাবলিক অব চায়না নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি। জায়গাটিকে যে নামে আমরা চিনি -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

বিতর্কিত এলাকা কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

সুমন, অর্থহীন, বাংলা ব্যান্ড মিউজিক - কুইজার্ডস (Quizards)

বাংলা ব্যান্ড কুইজ

বিভিন্ন দেশের পোশাক কুইজ - কুইজার্ডস (Quizards)

বিভিন্ন দেশের পোশাক কুইজ