নাসার (NASA) বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের নামকরণ করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবলের নামে। সহকর্মী মিল্টন হিউম্যাসনের সাথে তাঁর গবেষণা মহাবিশ্ব সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা প্রমাণে সাহায্য করে। ধারণাটি কী?
সঠিক!
ভুল!
-
একসময় ডাইনোসরদের ভাবা হতো বর্তমান সরীসৃপদের মতো প্রাণী হিসাবে। এ ধারণা বদলে দেন স্যার _____। প্রাগৈতিহাসিক প্রাণীগুলোকে বোঝানোর জন্য তিনি Dinosauria শব্দটি ব্যবহার করেন।
সঠিক!
ভুল!
-
প্রথম সার্থক পর্যায় সারণী আবিষ্কারের জন্য রসায়নে দিমিত্রি মেন্ডেলিভ সুপরিচিত হয়ে আছেন। ১৮৬৯ সালে প্রকাশিত তাঁর প্রাথমিক সারণীতে প্রায় কয়টি মৌল জায়গা পায়?
সঠিক!
ভুল!
-
ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা তড়িৎ বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। তিনি আবিষ্কার করেন -
সঠিক!
ভুল!
-
নিউক্লিয়াস, প্রোটন, আলফা ও বেটা কণা - এগুলো একই বিজ্ঞানীর আবিষ্কার। তেজস্ক্রিয় অর্ধায়ু (Half-life) ধারণারও প্রবর্তন করেন তিনি। নিউ জিল্যান্ডে জন্মগ্রহণ করা এ বিজ্ঞানী হলেন -
সঠিক!
ভুল!
-
সুইস এ গণিতবিদ Mechanica নামে একটি বই লিখেছিলেন। এ বইয়ে প্রথমবারের মতো নিউটনীয় গতিবিদ্যাকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিশদভাবে উপস্থাপন করেন তিনি। তাঁর নাম কী?
সঠিক!
ভুল!
-
জার্মান জ্যোতির্বিজ্ঞানী _____ ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন গ্রহীয় গতিসূত্র (Laws of Planetary Motions) আবিষ্কারের কারণে। ১৬০৯ সালে তাঁর প্রথম সূত্র বের হয়। তৃতীয় সূত্রটি প্রকাশিত হতে আরো ৯ বছর (মতান্তরে ১০) সময় লাগে।
সঠিক!
ভুল!
-
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব (Electromagnetic Theory of Light) দিয়েছিলেন। কিন্তু এ তত্ত্বের প্রথম প্রমাণ দেন আরেক বিজ্ঞানী, যার নামে কম্পাঙ্কের (Frequency) এককের নামকরণ করা হয়। তিনি -
সঠিক!
ভুল!
-
তিনি আধুনিক রসায়নের অন্যতম প্রতিষ্ঠাতা। "গ্যাসের আয়তন কমানো হলে চাপ সমানুপাতিক হারে বৃদ্ধি পায়" - তাঁর দেয়া সবচেয়ে পরিচিত তত্ত্ব এটি। কোন বিজ্ঞানীর কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
আধুনিক শ্রেণীবিন্যাসের জনক হিসাবে আমরা সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের নাম জানি। "_____" বইয়ের মাধ্যমে তিনি বিভিন্ন প্রজাতিকে দ্বিপদী নাম দেবার পদ্ধতি প্রচলন করেন। উদাহরণঃ Homo Sapiens হলো মানুষের বৈজ্ঞানিক নাম।
সঠিক!
ভুল!
-
বিখ্যাত বিজ্ঞানী কুইজ: দ্বিতীয় পর্ব
I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

বিখ্যাত বিজ্ঞানী কুইজের প্রথম পর্ব খেলতে হলে যান এখানে।