দৈনন্দিন জীবনে আমরা বাংলা বছর ও মাসের হিসাব রাখতে খুব একটা অভ্যস্ত নই। এ কারণে ছয় ঋতুর নাম অনেকের মনে থাকলেও মাসগুলোর নামের বেলায় দ্বিধা তৈরি হয়। আজকের বাংলা মাস কুইজে অবশ্য সে দ্বিধা যাচাই করা হবে না। বরং জানতে চাওয়া হবে মাসগুলোর নামের উৎস সম্পর্কে।
উপমহাদেশে পঞ্জিকা গণনা পদ্ধতি চালু হয় আনুমানিক ১৫০০ পূর্বাব্দে। তখন বারো মাসে বছরের হিসাব ধরা হয়েছিলো। মাসগুলোর নাম ছিলোঃ (১) তপঃ (২) তপস্যা (৩) মধু (৪) মাধব (৫) শুক্স (৬) শুচি (৭) নভস (৮) নভস্য (৯) ইষ (১০) উর্জ (১১) সহস ও (১২) সহস্য। পরে এদের নামে পরিবর্তন আসে। বিভিন্ন নক্ষত্রের নামানুসারে প্রতিটি মাসের নামকরণ করা হয়।
ড. নীহাররঞ্জন রায়ের বৈদিক যুগে বছরের প্রথম মাস হিসেবে ধার্য হয় অগ্রহায়ণ। এ মাসেই নবান্ন হতো, যা ছিলো বাঙালির নববর্ষের উৎসব। উল্লেখ্য যে, অগ্র শব্দের অর্থ “প্রথম” আর “হায়ন” শব্দের অর্থ “বছর”। পরবর্তীতে মুর্শিদকুলি খাঁ বাংলার শাসক হলে খাজনা আদায়ের জন্য বৈশাখ মাসকে নির্বাচন করা হয়।