_____ মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত একটি মুঘল স্থাপত্য। ১৬৬০ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার ও সেনাপতি মীর জুমলা ইছামতি নদীর তীরে দুর্গটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে, ঢাকার লালবাগ দুর্গের সাথে দুর্গটি সুড়ঙ্গপথে যুক্ত ছিলো। ইটের তৈরি এ দুর্গ তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য নির্মিত হয়।
সঠিক!
ভুল!
-
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ইংরেজ সরকার ১১ জন সিপাইকে জন সম্মুখে ফাঁসি দেয় এ স্থানে। স্থানীয় লোকদের মধ্যে ভীতির সঞ্চার করতে লাশগুলো বহু দিন ধরে এখানকার গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীতে ১৯৫৭ সালে সিপাহি বিদ্রোহের ১০০ বছর পূর্তিতে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে। স্থানটির নাম -
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের প্রাচীনতম রেলসেতু _____।
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে অবস্থিত _____ একটি বিখ্যাত হিন্দু মন্দির। মন্দিরটি সমুদ্র সমতল থেকে ৮৫.৩ মিটার উঁচুতে অবস্থিত, যেখানে ৬৯টি সিঁড়ি ভেঙে উঠতে হয়।
সঠিক!
ভুল!
-
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এ মসজিদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থান। ১৫শ শতাব্দীতে বাগেরহাট জেলায় মসজিদটি নির্মাণ করেন খান জাহান আলী। এতে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। মসজিদটির নাম কী?
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের কোন প্রাচীন পুরাকীর্তিকে ২০১৬ সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয়? এটি রাজশাহী বিভাগে অবস্থিত।
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন কুসুম্বা মসজিদ। হিজরি ৯৬৬ সালে (১৫৫৪-১৫৬০ খ্রিস্টাব্দ) গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। বিখ্যাত এ মসজিদ কোথায় অবস্থিত?
সঠিক!
ভুল!
-
ঢাকার বিখ্যাত লালবাগ দুর্গের কথা আমরা সবাই জানি। এর পূর্বনাম -
সঠিক!
ভুল!
-
মুঘল শাসনামলে ১৭শ শতকে নির্মিত শিয়া এ উপাসনালয় ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন। প্রায় ৩০০ বছরের স্মৃতি ধারণ করা স্থাপনাটি ২০১১ সালে ইরান সরকারের সহায়তায় সংস্কার করা হয়। তবে ২০১৫ সালে আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় দুষ্কৃতিকারীরা এখানে বোমা হামলা চালায়। স্থাপত্যটির নাম কী?
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের মুসলিম স্থাপত্যের অন্যতম কীর্তি চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। সুলতান আলা-উদ-দীন শাহের শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দে) ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এ মসজিদ নির্মাণ করেছিলেন। তৎকালীন সময়ে মসজিদটি যে নামে পরিচিত ছিলো -
সঠিক!
ভুল!
-