বিভিন্ন দেশ ও অঞ্চলের পতাকা আমরা প্রতিনিয়ত দেখে থাকি। এর মধ্যে কয়েকটি আমাদের খুব পরিচিত। অন্যদিকে কিছু পতাকা মনেই থাকে না!
কোন পতাকার তাৎপর্য বা শৈল্পিক দিক বেশ গুরুত্বপূর্ণ। সাধারণ একটা পতাকার মধ্যেও থাকতে পারে গভীর কোন অর্থ। বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকাকে উদাহরণ হিসাবে ধরা যায়। আমাদের দেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যকে ধারণ করে আছে এর সবুজ রং। অন্যদিকে লাল বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে উদীয়মান সূর্যকে। স্বাধীনতাযুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছেন, তাঁদের রক্তের প্রতীক হিসাবেও বৃত্তটির তাৎপর্য রয়েছে।
পতাকা দেখে চিনতে পারাটা বেশ মজার। কুইজার্ডস ডট কোর বর্তমান সিরিজে আমরা বিভিন্ন দেশ ও অঞ্চলের পতাকা চিহ্নিত করতে দেবো। আপনি কি তাদের চিহ্নিত করতে পারবেন? দেখা যাক!
2 Comments
Leave a Reply