বিখ্যাত পর্যটক মার্কো পোলো ইউরোপে এ দেশের নাম জনপ্রিয় করে তোলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের অধীনে থাকা দেশটির ইতিহাসে নামের সংখ্যাও কম নয়। কোন দেশ?
সঠিক!
ভুল!
-
ডাবলিন শহরের মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে, সে নদীর সাথে শহরের নামটি জড়িত। "Dark pool" হলো এর নামের অর্থ। শহরটি কোন দেশে অবস্থিত?
সঠিক!
ভুল!
-
১৯৩৯ সালে দেশটি এর বর্তমান নাম পায়। এ নামের অর্থ স্বাধীনতা বা স্বাধীন মানুষ। কখনো অন্য সাম্রাজ্যের উপনিবেশে পরিণত না হওয়া দেশটি হলো -
সঠিক!
ভুল!
-
আরবি ভাষার শব্দ থেকে রাজধানী শহর _____ তার নাম পেয়েছে, যার অর্থ ধরা হয় "বিজয়ী"। আঞ্চলিক ভাষাতেও যুদ্ধের জায়গা নামে পরিচিত এ শহর।
সঠিক!
ভুল!
-
এ দেশের নামকরণ নিয়ে নানা মতবাদ আছে। অনেকের মতে, নাউয়াটল ভাষার "সূর্য" শব্দ থেকে নামটি এসেছে। আবার অনেকে মনে করেন, অ্যাজটেক সভ্যতার প্রাচীন রাজধানীর নাম হলো এর মূল উৎস। দেশটি -
সঠিক!
ভুল!
-
এরিক দি রেড নামের একজন ভাইকিং _____ জায়গার নামকরণ করেন। ধারণা করা হয়, এ দ্বীপে নির্বাসনের কয়েক বছর কাটানোর পর অন্য মানুষদের নিয়ে আসার চেষ্টা চালান তিনি। তাদের উৎসাহ দেবার জন্য এর নাম দেন "Kalaallit Nunaat" বা "মানুষের ভূমি"।
সঠিক!
ভুল!
-
এ দেশের দক্ষিণে বসবাসকারী অধিবাসীদের প্রতীক ষাঁড়ের সাথে দেশটির পুরানো নামের সম্পর্ক রয়েছে। "Calf-land" ছিলো পুরানো নামটির অর্থ। কোন দেশ?
সঠিক!
ভুল!
-
দেশটির মূল লাতিন নামের অর্থ হলো দক্ষিণের অজানা দেশ। বর্তমানে সবার চেনাজানা এ দেশের নাম কী?
সঠিক!
ভুল!
-
যতদূর জানা যায়, খ্রিস্টপূর্ব ১৫ শতকে এর প্রাচীন নামটি প্রথম ব্যবহৃত হয়। তবে অর্থ এখনো পুরোপুরি উদ্ধার করা যায় নি। একটি তত্ত্ব অনুযায়ী ভূমধ্যসাগরের দেশ _____ এর নাম পেয়েছে একটি গাছের নাম থেকে।
সঠিক!
ভুল!
-
উত্তরের জিব্রাল্টার হিসাবে পরিচিতি পেয়েছিলো দেশটির প্রাচীন রাজধানী, যার নামের অর্থ ছিলো ছোট দুর্গ। কোন ছোট দেশের কথা বলছি?
সঠিক!
ভুল!
-