ঝানু আইনজীবী _____ নিজের জন্য অ্যাসোসিয়েট খুঁজতে গিয়ে আবিষ্কার করে ভুয়া আইনজীবীর পরিচয় দেয়া মাইক রসকে। এভাবেই শুরু হয় 'Suits' সিরিজের।
সঠিক!
ভুল!
-
অভিনেতা ওয়েন্টওর্থ মিলার '_____' সিরিজে অভিনয় করেছেন মাইকেল স্কফিল্ড চরিত্রে। সিরিজে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাইকে নিরপরাধ হিসাবে প্রমাণ করার জন্য জেলে যায় সে। এরপর সেখান থেকে পালানোর পরিকল্পনা করে।
সঠিক!
ভুল!
-
বিবিসির (BBC) জনপ্রিয় 'Sherlock' সিরিজে শার্লক হোমসের চিরপ্রতিদ্বন্দ্বী প্রখর বুদ্ধিমত্তার খলনায়ক জেমস মরিয়ার্টির চরিত্রে অভিনয় করেছেন -
সঠিক!
ভুল!
-
তাকে আমরা প্রথম দেখতে পাই ১৯৯৪ সালে। নিউ ইয়র্কের এক মিউজিয়ামে চাকরি করতেন তিনি। ডাইনোসরপ্রেমী হিসাবে জনপ্রিয় এ চরিত্রে অভিনয় করেছেন ডেভিড শুইমার। কার কথা জানতে চাওয়া হচ্ছে?
সঠিক!
ভুল!
-
২০১৭ সালে গোল্ডেন গ্লোব জয়ী ড্রামা 'The Crown'-এর মূল চরিত্র হিসাবে একজন বিশ্বখ্যাত রাজকীয় ব্যক্তিত্বকে দেখা যায়। কোন ব্যক্তিত্ব?
সঠিক!
ভুল!
-
হাওয়ার্ড ওয়ালোউইত্জ, রাজেশ কুত্রপলি, লেওনার্ড হফস্টেডার, শেল্ডন কুপার - জনপ্রিয় টিভি সিটকম 'The Big Bang Theory'-এর চার মূল চরিত্র কাজ করে কোন ইউনিভার্সিটিতে?
সঠিক!
ভুল!
-
'Deadpool' ছবির অন্যতম তারকা কমেডিয়ান টি জে মিলার 'আরলিখ বাখম্যান' নামের একটি চরিত্রে অভিনয় করেছেন যে টিভি সিরিজে -
সঠিক!
ভুল!
-
তুমুল জনপ্রিয় ড্রামা 'Breaking Bad' আমাদেরকে পরিচয় করিয়ে দেয় হাই স্কুলের রসায়ন শিক্ষক থেকে মেথ প্রস্তুতকারীতে পরিণত হওয়া এক চরিত্রের সাথে। ব্রায়ান ক্র্যান্সটন অভিনীত কিংবদন্তিতুল্য চরিত্রটির নাম কী?
সঠিক!
ভুল!
-
'Bro Code', 'Hot/Crazy line'-সহ আরো অনেক নতুন ধারণার প্রবর্তক _____। নয় সিজন ধরে এ চরিত্রে অভিনয় করেছেন নিল প্যাট্রিক হ্যারিস।
সঠিক!
ভুল!
-
মাইকেল গ্যারি স্কট একটি কাল্পনিক কাগজ কোম্পানির একজন ম্যানেজার। অভিনেতা স্টিভ ক্যারেলের এ চরিত্র উদ্ভটভাবে নিজের অফিস পরিচালনা করে থাকে। কোন টিভি সিরিজের কেন্দ্রীয় চরিত্র মাইকেল?
সঠিক!
ভুল!
-