in ,

চে গুয়েভারা কুইজ: কিউবার গল্পের রূপকার

চে গুয়েভারা - কুইজার্ডস (Quizards)
Image Credit: Guerrillero Heroico/Alberto Diaz Gutierrez/1960

আমৃত্যু বিপ্লবী চে গুয়েভারা – যার আসল নাম আর্নেস্তো গুয়েভারা দে লা সের্না – জন্ম নেন আর্জেন্টিনায়। মাত্র ২৩ বছর বয়সে বন্ধুর সাথে ল্যাটিন আমেরিকা ভ্রমণে বের হলে তিনি মুখোমুখি হন এক নতুন অভিজ্ঞতার। এ অভিজ্ঞতা তাঁর জীবনকেই বদলে দিয়েছিলো। পরবর্তীতে বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সাথে যুক্ত হয়ে কিউবায় মার্কিন সমর্থিত সরকারকে বিপ্লবের মাধ্যমে হটিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেন সমাজতান্ত্রিক কিউবা।

চে গুয়েভারা কিউবাতেই থেমে থাকেননি। বিপ্লবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ছুটে গেছেন এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। তাঁর এ প্রচেষ্টার চরম মূল্য তাঁকে দিতে হয়েছিলো ১৯৬৭ সালের ৯ অক্টোবর। মার্কিন সমর্থিত বলিভীয় বাহিনীর হাতে প্রাণ হারান তিনি।

রাজনীতির মত-অমত কাউকে নায়কে পরিণত করে। কাউকে করে খলনায়ক। পৃথিবীর বহু মানুষের কাছে চে গুয়েভারা মুক্তির এক প্রতীক। আবার অন্য অনেকের কাছে তিনি বিতর্কিত। একটা ব্যাপার কেউ অস্বীকার করতে পারবেন না – তিনি বিংশ শতাব্দীর কিউবান গল্পের অন্যতম শক্তিশালী রূপকার।

বিপ্লবী চে গুয়েভারার জীবন নিয়ে থাকছে আজকের কুইজ।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

চে গুয়েভারা কুইজ: কিউবার গল্পের রূপকার I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Aaqib Md Shatil

আমাদের বঙ্গবন্ধু কুইজ - কুইজার্ডস

আমাদের বঙ্গবন্ধু কুইজ: ফলাফল ঘোষণা

সেবা প্রকাশনী কুইজ ২০১৭ - কুইজার্ডস (Quizards)

সেবা প্রকাশনী কুইজ ২০১৭