in ,

কোনান ডয়েল কুইজ

“Elementary, my dear Watson.” – বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা শার্লক হোমস আদৌ কখনো এ উক্তিটি করেছেন কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু এ চরিত্রের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল তাঁর চরিত্রগুলোকে অসাধারণভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ১৮৫৯ সালের ২২ মে স্কটল্যান্ডের এডিনবরায় জন্ম নিয়েছিলেন কালজয়ী এ লেখক। দেখে নেয়া যাক তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আপনি কতটা জানেন।

শার্লক হোমসের লন্ডনের বাড়ির ঠিকানা -
সঠিক!
ভুল!

-

ডাক্তারি পেশায় অসফল হয়ে ‘A Tangled Skein’ নামে একটি রহস্য গল্প লিখতে শুরু করেন ডয়েল। এতে প্রথমবারের মতো আবির্ভাব ঘটে শার্লক হোমস নামের এক গোয়েন্দার। এ উপন্যাসটি পরবর্তীতে যে নামে প্রকাশিত হয় -
সঠিক!
ভুল!

-

বিংশ শতাব্দীর শুরুর দিকে আফ্রিকার দক্ষিণাংশে সংঘটিত _____ যুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য কোনান ডয়েল নাইটহুড উপাধি লাভ করেন।
সঠিক!
ভুল!

-

স্যার আর্থার কোনান ডয়েল ছিলেন খেলাধুলা-প্রিয় ব্যক্তি। অপেশাদারভাবে হলেও বিখ্যাত _____ ক্লাবের হয়ে তিনি ১০টি ফার্স্টক্লাস ক্রিকেট ম্যাচ খেলেন।
সঠিক!
ভুল!

-

১৯১২ সালে প্রকাশিত ‘The Lost World’ নামক উপন্যাসে আমরা একজন পাগলাটে বিজ্ঞানীর দেখা পাই। পরবর্তীতে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু চরিত্রের অনুপ্রেরণা হিসেবে ভূমিকা পালন করে এটি। চরিত্রটির নাম -
সঠিক!
ভুল!

-

কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের কাহিনীগুলো বর্ণিত হয়েছে কার দৃষ্টিভঙ্গী থেকে?
সঠিক!
ভুল!

-

শার্লক হোমসের চিরপ্রতিদ্বন্দ্বী কোন চরিত্র ‘অপরাধ জগতের নেপোলিয়ন’ নামে খ্যাত?
সঠিক!
ভুল!

-

১৮৯৩ সালের একটি ছোট গল্পে কোনান ডয়েল শার্লক হোমসের মৃত্যু ঘটান। কিন্তু পাঠকদের চাপের মুখে পরবর্তীতে আবারো নিয়ে আসেন বিখ্যাত এ চরিত্রকে। কোন গল্পের মাধ্যমে?
সঠিক!
ভুল!

-

ব্যক্তিগত জীবনে স্যার আর্থার কোনান ডয়েলের পেশা কী ছিলো?
সঠিক!
ভুল!

-

১৮৯৮ সালে স্যার কোনান ডয়েল ‘The Brazilian Cat’ নামের একটি বড় গল্প রচনা করেন। সত্যজিৎ রায় এর একটি সার্থক বাংলা অনুবাদ করেছিলেন। কী নাম ছিলো এ অনুবাদ রচনার?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

কোনান ডয়েল কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিভিন্ন ভাষায় মা: ইনফোগ্রাফিক - কুইজার্ডস (Quizards)

বিভিন্ন ভাষায় মা: ইনফোগ্রাফিক

বাংলা মাস কুইজ - কুইজার্ডস (Quizards)

বাংলা মাস কুইজ