ইউরোপীয় রাজবংশের কথা বললে সবার আগে চলে আসবে ব্রিটিশদের নাম। সম্রাট নেপোলিয়নের কল্যাণে ফরাসি সাম্রাজ্যের পরিচিতিও কম নয়। তবে ইউরোপের বিভিন্ন অংশে যুগে যুগে শাসন প্রতিষ্ঠা করেছিলো ভিন্ন ভিন্ন রাজবংশ। সাম্রাজ্য বিস্তারের জন্য এদের মধ্যে যুদ্ধ-বিদ্রোহ ছিলো স্বাভাবিক ব্যাপার। সময়ের সাথে অবশ্য পরিবর্তিত হয়েছে এসব রাজবংশের ভাগ্য।
বর্তমানে রাজা-রাণী ও সম্রাট-সম্রাজ্ঞীদের প্রভাব কাগজে-কলমেই সীমাবদ্ধ। এরপরও বিভিন্ন দেশে তাদেরকে যে সম্মান দেয়া হয়, তা মোটেই ফেলনা নয়। ইউরোপীয় রাজবংশ নিয়ে থাকছে আমাদের আজকের কুইজ।
ইউরোপীয় রাজবংশ: ছবি পরিচিতি
উপরের ছবিতে যে স্থাপনা দেখা যাচ্ছে, সেটি ইতালির রোমে অবস্থিত ভিট্টোরিও ইমানুয়েল স্মৃতিসৌধের। এটি সম্মিলিত ইতালির প্রথম রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের (১৮২০-১৮৭৮) স্মরণে নির্মাণ করা হয়েছে।
সংযোজন
ইউরোপের বিভিন্ন রাজবংশের শাসকদের প্রাথমিক একটা তালিকা দেখতে চাইলে যেতে পারেন এখানে।