in ,

অমর একুশে কুইজ

Image Credit: Prof. Rafiqul Islam/CC BY-SA 3.0

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এ দিন ভাষার জন্য আন্দোলনে নেমেছিলেন আমাদের দেশের হাজারো মানুষ। জীবন পর্যন্ত দিতে হয়েছিলো তাঁদের কয়েকজনকে। এ আত্মত্যাগ স্মরণ করতে আমরা দিনটি পালন করি শহিদ দিবস হিসাবে। অমর একুশে অবশ্য শুধু জাতীয় পরিসরে সীমিত থাকেনি। ভাষার প্রতি ভালোবাসাকে সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও উদযাপিত হয় একই তারিখে।

আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ এ অধ্যায় সম্পর্কে সবারই জানা উচিত। তারই ক্ষুদ্র প্রয়াস হিসাবে আজকের এ কুইজ। কুইজটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র পার্থ দত্ত।

কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি হিসাবে শিল্পী হামিদুর রহমানের স্বীকৃতি থাকলেও আরেকজন ভাস্কর _____ তাঁর সাথে কাজ করেছিলেন বলে জানা যায়।
সঠিক!
ভুল!

-

'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' - এ কবিতাকে একুশের প্রথম কবিতা হিসাবে বিবেচনা করা হয়। কবিতাটি কার লেখা?
সঠিক!
ভুল!

-

একুশের চেতনা নিয়ে লেখা একটি নাটক হলো 'কবর'। এর প্রথম মঞ্চায়ন হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ১৯৫৩ সালে। কে লিখেছিলেন নাটকটি?
সঠিক!
ভুল!

-

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি একুশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবদুল গাফফার চৌধুরীর লেখা এ গানে প্রথম সুর দিয়েছিলেন কে?
সঠিক!
ভুল!

-

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় _____ সালের ১৭ নভেম্বর। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এ প্রস্তাব পাশ করে।
সঠিক!
ভুল!

-

১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব কে করেন?
সঠিক!
ভুল!

-

১৯৯১ সালে স্থাপিত হয় শিল্পী জাহানারা পারভীনের করা 'অমর একুশে' ভাস্কর্য। এটি যে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত -
Primary Image Credit: Jack Chivas-Walker/<a href="https://creativecommons.org/licenses/by-sa/3.0/deed.en" rel="noopener" target="_blank">CC BY-SA 3.0</a> Primary Image Credit: Jack Chivas-Walker/CC BY-SA 3.0
সঠিক!
ভুল!

-

বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে রাষ্ট্রভাষা হিসাবে গৃহীত হয় কত সালে? এ সংশোধনী প্রস্তাব এনেছিলেন ফরিদপুরের আদেলউদ্দিন আহমদ।
সঠিক!
ভুল!

-

"উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা" - এ ঘোষণাটি করেছিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ, ১৯৪৮ সালে। পরবর্তীতে ১৯৫২ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী _____ ঢাকা সফরে একই ধরনের বক্তব্য রাখেন, যার প্রতিবাদে ভাষা আন্দোলন নতুন রূপ পায়।
সঠিক!
ভুল!

-

ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য ২০০০ সালে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ ও শফিউর রহমান মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। আরেকজন ব্যক্তিও একই ক্ষেত্রে একুশে পদক পান। তিনি -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

অমর একুশে কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

বাংলা বানান কুইজ ২০১৮ - কুইজার্ডস (Quizards)

বাংলা বানান কুইজ

ফটোগ্রাফি শখ - কুইজার্ডস (Quizards)

কাজে দেবে এমন ৫টি শখ