একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এ দিন ভাষার জন্য আন্দোলনে নেমেছিলেন আমাদের দেশের হাজারো মানুষ। জীবন পর্যন্ত দিতে হয়েছিলো তাঁদের কয়েকজনকে। এ আত্মত্যাগ স্মরণ করতে আমরা দিনটি পালন করি শহিদ দিবস হিসাবে। অমর একুশে অবশ্য শুধু জাতীয় পরিসরে সীমিত থাকেনি। ভাষার প্রতি ভালোবাসাকে সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও উদযাপিত হয় একই তারিখে।
আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ এ অধ্যায় সম্পর্কে সবারই জানা উচিত। তারই ক্ষুদ্র প্রয়াস হিসাবে আজকের এ কুইজ। কুইজটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র পার্থ দত্ত।