হ্যারি পটার বইয়ের জগতে এক অনন্য নাম। তুমুল জনপ্রিয়তার জন্য হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রির কাল্পনিক এ চরিত্রকে চলচ্চিত্রের পর্দায় প্রথম নিয়ে আসা হয় ২০০১ সালে। সিরিজের প্রথম বইয়ের নামানুসারে সিনেমাটি যুক্তরাজ্যে ‘Harry Potter and the Philosopher’s Stone’ নামে মুক্তি পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রে দর্শক টানার জন্য সিনেমাটিকে মুক্তি দেয়া হয় ‘Harry Potter and the Sorcerer’s Stone’ নামে। প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর থেকে হ্যারি পটার সিরিজের সিনেমাগুলোও বইয়ের মতই ব্যাপক জনপ্রিয় হয়েছে। এ জনপ্রিয়তাকে পুঁজি করে সিরিজের শেষ বইটিকে দুইভাগে ভাগ করে দুটি অংশে মুক্তি দেওয়া হয়, যা পরবর্তীতে অন্য অনেক ফ্র্যাঞ্চাইজ সিরিজও অনুসরণ করেছে। এখন পর্যন্ত একক মুভি সিরিজ হিসাবে সবচেয়ে বেশি আয় করা হ্যারি পটার সিরিজ নিয়ে এবারের কুইজ।
হ্যারি পটার কুইজ: দ্বিতীয় পর্ব
চাইলে খেলুন হ্যারি পটার কুইজের প্রথম পর্ব।
One Comment
Leave a Reply