কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কোনটি? উত্তর হিসাবে হিমুর নাম আসাটা খুব স্বাভাবিক। হলুদ পাঞ্জাবি পরা উদাসীন চিন্তার এ যুবক চরিত্র হবার স্বপ্ন কোন না কোন সময় দেখেছেন যে কোন হুমায়ূনপ্রেমী পাঠক। অবশ্য রূপা চরিত্রেও নিজেকে হয়তো কল্পনা করেছেন বহু পাঠিকা! এলোমেলো চিন্তার খোরাক জোটাতে হিমুর কাহিনীগুলোর তুলনা কমই আছে বাংলাদেশি সাহিত্যে। অন্যদিকে যুক্তিবাদী মিসির আলীকেও আমাদেরকে উপহার দিয়েছেন হুমায়ূন আহমেদ। মনস্তাত্ত্বিক জটিল রহস্য সমাধানের চেষ্টা চালিয়ে যান গম্ভীর এ চরিত্র। আবার হিমু-মিসির আলীর বাইরে শুভ্র অন্যরকম এক ধাঁচে গড়া। তার গল্পে নেই হিমুর উদ্ভট কর্মকাণ্ড কিংবা মিসির আলীর ধারালো চিন্তাভাবনার জাল।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তাঁর বৈচিত্র্যময় তিন সৃষ্টিকে নিয়ে আজকের এ কুইজ। কুইজটির প্রশ্ন তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজিয়া ফারাহ ও ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সাদাব শিপার সামি।
শুভ্র সিরিজের কোন উপন্যাসের শেষাংশের একটি পরিচ্ছেদ এটি?
-
-
মিসির আলি সিরিজের '_____' উপন্যাসের শেষ অংশে তাঁকে বিবাহিত দেখানো হয়।
-
-
-
-
-
আমি বিরক্ত হয়ে তাকালাম। মুখ ভর্তি দাড়িগোঁফ। গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি। পরপর তিনটা পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে।"
এটি হিমু সিরিজের প্রথম উপন্যাসের শুরুর অংশ। উপন্যাসটি ১৯৯০ সালে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিলো। নাম -
-
হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় যে চরিত্র সৃষ্টির কথা বলছেন -
-
-
