in ,

হাউস অব কার্ডস (House of Cards) কুইজ

২০১৩ সালে প্রথমবারের মতো প্রচারিত হয়েছিলো রাজনৈতিক থ্রিলার ‘হাউস অব কার্ডস’ (House of Cards)। মাইকেল ডবসের বই অবলম্বনে একই নামের ড্রামা সিরিজ ছিলো বিবিসিতে। ১৯৯০ সালের সে সিরিজকেই মার্কিন প্রেক্ষাপটে নিয়ে আসা হয় নেটফ্লিক্সের জনপ্রিয় এ থ্রিলারে।

সিরিজের কেন্দ্রীয় চরিত্র ফ্র্যাঙ্ক আন্ডারউড। কেভিন স্পেসি বরাবরের মতো নিজের অসামান্য অভিনয় ক্ষমতায় ফুটিয়ে তুলেছেন ধুরন্ধর এ রাজনীতিবিদের চরিত্রকে। শুরুতে তাকে হাউস মেজরিটি হুইপ হিসাবে দেখা গেলেও কূটকৌশলের মাধ্যমে তিনি প্রথমে ভাইস প্রেসিডেন্ট ও পরে প্রেসিডেন্ট পদে আসীন হন। বাস্তববাদী ও ক্ষমতালোভী এ ডেমোক্র্যাটের পরিকল্পনায় তার স্ত্রী ক্লেয়ার আন্ডারউড (অভিনেত্রী রবিন রাইট) বড় ভূমিকা পালন করেন।

আজকের কুইজে প্রশ্ন থাকছে আলোচিত এ সিরিজকে নিয়ে।

সিরিজের শুরুতে ফ্র্যাঙ্ক আন্ডারউড প্রেসিডেন্ট গ্যারেট ওয়াকারের মন্ত্রিসভায় একটি পদ চেয়েছিলেন। কোন পদ?
সঠিক!
ভুল!

-

কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার মাধ্যমে ফ্র্যাঙ্ক আন্ডারউড হত্যা করেন কাকে?
সঠিক!
ভুল!

-

প্রেসিডেন্ট হিসাবে ফ্র্যাঙ্ক আন্ডারউড '_____' নামে বিতর্কিত একটি কর্মসংস্থান কর্মসূচি চালু করেন।
সঠিক!
ভুল!

-

ফ্র্যাঙ্ক আন্ডারউড যে অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে ডেমোক্রেটিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন -
সঠিক!
ভুল!

-

সিরিজে ভিক্টর পেত্রভ চরিত্রটি কার?
সঠিক!
ভুল!

-

পুরস্কারপ্রাপ্ত লেখক টম ইয়েটস আন্ডারউড পরিবারকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান তাদের নিয়ে বই লেখার উদ্দেশ্যে। তার '_____' বইটি পড়ে মুগ্ধ হবার পর ফ্র্যাঙ্ক আন্ডারউড তাকে এ কাজ দেন।
সঠিক!
ভুল!

-

_____ পত্রিকার সাংবাদিক লুকাস গুডউইন ফ্র্যাঙ্ক আন্ডারউডের অপকর্মের প্রমাণ সংগ্রহ করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এক সময় প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারায়।
সঠিক!
ভুল!

-

সিরিজে ফ্র্যাঙ্ক আন্ডারউডের সবচেয়ে কাছের চরিত্রের একজন ডাগ স্ট্যাম্পার। বিশ্বস্ততার কারণে যে পদে নিযুক্ত হয় ডাগ -
সঠিক!
ভুল!

-

ফ্র্যাঙ্ক প্রায় সময় ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে রিব খেতে যেতেন। এর নাম -
সঠিক!
ভুল!

-

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্লেয়ার আন্ডারউড ২০১৬ সালের নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করতে কয়টি অঙ্গরাজ্যে নতুন ভোটের আদেশ দেন?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

হাউস অব কার্ডস (House of Cards) কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

কিশোর ক্লাসিক কুইজ - কুইজার্ডস (Quizards)

কিশোর ক্লাসিক কুইজ: সেবা প্রকাশনী সিরিজ ৩

লেনিনের বক্তব্য অক্টোবর বিপ্লব - কুইজার্ডস (Quizards)

অক্টোবর বিপ্লব ইনফোগ্রাফিক: জার থেকে লেনিন