২০১৩ সালে প্রথমবারের মতো প্রচারিত হয়েছিলো রাজনৈতিক থ্রিলার ‘হাউস অব কার্ডস’ (House of Cards)। মাইকেল ডবসের বই অবলম্বনে একই নামের ড্রামা সিরিজ ছিলো বিবিসিতে। ১৯৯০ সালের সে সিরিজকেই মার্কিন প্রেক্ষাপটে নিয়ে আসা হয় নেটফ্লিক্সের জনপ্রিয় এ থ্রিলারে।
সিরিজের কেন্দ্রীয় চরিত্র ফ্র্যাঙ্ক আন্ডারউড। কেভিন স্পেসি বরাবরের মতো নিজের অসামান্য অভিনয় ক্ষমতায় ফুটিয়ে তুলেছেন ধুরন্ধর এ রাজনীতিবিদের চরিত্রকে। শুরুতে তাকে হাউস মেজরিটি হুইপ হিসাবে দেখা গেলেও কূটকৌশলের মাধ্যমে তিনি প্রথমে ভাইস প্রেসিডেন্ট ও পরে প্রেসিডেন্ট পদে আসীন হন। বাস্তববাদী ও ক্ষমতালোভী এ ডেমোক্র্যাটের পরিকল্পনায় তার স্ত্রী ক্লেয়ার আন্ডারউড (অভিনেত্রী রবিন রাইট) বড় ভূমিকা পালন করেন।
আজকের কুইজে প্রশ্ন থাকছে আলোচিত এ সিরিজকে নিয়ে।