in ,

স্বৈরাচার পতন দিবস কুইজ: ফিরে দেখা ১৯৯০

স্বৈরাচার বিরোধী আন্দোলন: ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস - কুইজার্ডস (Quizards)

আজ ৬ ডিসেম্বর। আমাদের দেশের ইতিহাসে দিনটি স্বৈরাচার পতন দিবস নামে পরিচিত। ১৯৯০ সালের এ দিনে সমাপ্তি ঘটেছিলো লে.জে. এরশাদের নয় বছরব্যাপী স্বৈরশাসনের।

১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। এর পরপরই তিনি সামরিক আইন জারি করেন। কিন্তু ছাত্রসমাজ তা মেনে নিতে পারেনি। ১৯৮৩ সাল থেকে তারা শুরু করে লাগাতার আন্দোলন। সে আন্দোলনে যুক্ত হয়েছিলো বিভিন্ন রাজনৈতিক দল। ফলে দিন দিন এরশাদ সরকারের গ্রহণযোগ্যতা কমতে থাকে। গণ আন্দোলন গড়ে ওঠে সারা দেশে। অবশেষে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন সামরিক শাসক এরশাদ। ৬ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য করেন। ছাত্রনেতাদের ও তৎকালীন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সফল হতো না এ আন্দোলন।

স্বৈরাচার বিরোধী আন্দোলনের উপর ১০টি প্রশ্ন থাকছে আজকের কুইজে।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

স্বৈরাচার পতন দিবস কুইজ: ফিরে দেখা ১৯৯০ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



স্বৈরাচার বিরোধী আন্দোলনের দুঃসাহসী কর্মী শহীদ নূর হোসেন সম্পর্কে জানতে পড়তে পারেন এ লেখাটি

What do you think?

Written by Aaqib Md Shatil

ডিজিটাল বাংলাদেশ কুইজ - কুইজার্ডস (Quizards)

ডিজিটাল বাংলাদেশ কুইজ

বিপিএল কুইজ - কুইজার্ডস (Quizards)

বিপিএল কুইজ