in ,

বাংলা সিনেমার পুরানো গান কুইজ: অভিনেতা-অভিনেত্রী কে?

ছবিটি নায়ক জসিম অভিনীত 'হিরো' চলচ্চিত্রের 'হলিডে' গান থেকে নেয়া

বাংলা সিনেমার পুরানো গান মানেই অন্যরকম এক নস্টালজিয়া। বৈচিত্র্যময় কথা আর সুরের বহু গান এক সময় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলো। আজ এত বছর পরও গানগুলোর আকর্ষণ রয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে নতুনভাবে এদেরকে উপস্থাপনার করার প্রয়াস মাঝে মাঝে দেখা যায়। এ ধরনের আরো উদ্যোগের প্রয়োজন রয়েছে।

বাংলা সিনেমার বিভিন্ন সময়ের জনপ্রিয় গান নিয়ে এবারের কুইজ। দশটি গানের কিছু কথা ও তথ্য দেয়া আছে। সাথে রয়েছে একটি ছবি। আপনাকে চিহ্নিত করতে হবে পর্দার অভিনেতা বা অভিনেত্রীকে। গানগুলো যদি আগে শুনে না থাকেন, তাহলেও সমস্যা হবার কথা নয়। তবে সময় পেলেই শুনে নেবার অনুরোধ থাকলো।

"চুপি চুপি বলো
কেউ জেনে যাবে।
জেনে যাবে, কেউ জেনে যাবে।"

গীতিকার: দেওয়ান নজরুল
সুরকার: মনসুর আহমেদ
শিল্পী: রুনা লায়লা ও খুরশীদ আলম
সঠিক!
ভুল!

-

"ওরে নীল দরিয়া,
আমায় দে রে দে ছাড়িয়া,
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।"

গীতিকার: মুকুল চৌধুরী
সুরকার: আলম খান
শিল্পী: আব্দুল জব্বার
সঠিক!
ভুল!

-

"শুধু গান গেয়ে পরিচয়।
চলার পথে ক্ষণিক দেখা
এ কি শুধু অভিনয়?"

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আলতাফ মাহমুদ
শিল্পী: সাবিনা ইয়াসমিন
সঠিক!
ভুল!

-

"পড়ে না চোখের পলক,
কী তোমার রূপের ঝলক!"

গীতিকার ও সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: এন্ড্রু কিশোর
সঠিক!
ভুল!

-

"তুমি আমার জীবন, আমি তোমার জীবন।
দুজন দুজনার কত যে আপন,
কেউ জানে না।"

গীতিকার ও সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: এন্ড্রু কিশোর ও রুনা লায়লা
সঠিক!
ভুল!

-

"বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে,
আসি-আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে।"

গীতিকার: তোজাম্মেল হক বকুল
সুরকার: আবু তাহের
শিল্পী: এন্ড্রু কিশোর ও রুনা লায়লা
সঠিক!
ভুল!

-

"একটুসখানি দেখো, একখান কথা রাখো।
ভালোবাইসা আমায় তুমি বউ কইয়া ডাকো।"

গীতিকার: ড. মনিরুজ্জামান
সুরকার: দেবু ভট্টাচার্য্য
শিল্পী: সাবিনা ইয়াসমিন
সঠিক!
ভুল!

-

"হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলেই ঠুস।
তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ।
হায়রে মানুষ, রঙিন ফানুস,
রঙিন ফানুস, হায়রে মানুষ।"

গীতিকার: সৈয়দ শামসুল হক
সুরকার: আলম খান
শিল্পী: এন্ড্রু কিশোর
সঠিক!
ভুল!

-

"ভালো আছি, ভালো থেকো।
আকাশের ঠিকানায় চিঠি লেখো।"

গীতিকার: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: এন্ড্রু কিশোর ও কনকচাঁপা
সঠিক!
ভুল!

-

"আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে,
পরাণ আমার রয় না পরাণে।"

সুরকার: আলম খান
শিল্পী: সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

বাংলা সিনেমার পুরানো গান: অভিনেতা-অভিনেত্রী কে? I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

হিমু, মিসির আলি, শুভ্র কুইজ - কুইজার্ডস (Quizards)

হিমু, মিসির আলি, শুভ্র কুইজ

লালবাগ কেল্লা: বাংলাদেশের প্রাচীন স্থাপনা - কুইজার্ডস (Quizards)

বাংলাদেশের প্রাচীন স্থাপনা কুইজ