সাহিত্যিকরা নিজেদের কল্পনাকে আমাদের সামনে নিয়ে আসেন তাঁদের লেখনীশক্তির মাধ্যমে। বইয়ের পাতার বাস্তব, অবাস্তব কিংবা পরাবাস্তব ঘটনার পাশাপাশি আমরা পরিচিত হই এক বা বহু চরিত্রের সাথে। এসব চরিত্র নিয়ে বইপ্রেমী মানুষের আবেগ থাকা স্বাভাবিক। তবে কিছু চরিত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে পরিচিতি পায় সাধারণ মানুষের কাছেও। শার্লক হোমসকে উদাহরণ হিসাবে ধরা যায়। স্কটিশ লেখক স্যার আর্থার কোনান ডয়েলের অবিস্মরণীয় সৃষ্টি এ গোয়েন্দার কাহিনী আমরা কমবেশি সবাই পড়েছি। তাঁর মতো খ্যাতি সব কাল্পনিক চরিত্রের কপালে না জুটলেও বৈচিত্র্যময় চরিত্রের অভাব নেই বইয়ের জগতে। সাহিত্যের বিখ্যাত চরিত্র নিয়ে কুইজার্ডস ডট কোর কুইজ সিরিজ ‘কালি ও কলমের প্রাণ’। আজ থাকছে এর প্রথম পর্ব।
One Comment