সালমান শাহ – নামটা শোনার সাথে সাথে ঠিক কেমন ছবি কল্পনায় আসে আপনার?
চোখে গোল ফ্রেমের সানগ্লাস, কপাল আর মাথার সামনের চুল রুমাল দিয়ে বাঁধা, কখনো মাথায় হরেক রকমের ক্যাপ বা টুপি। গায়ে টিশার্ট আর তার ওপর বোতাম খোলা ডেনিম শার্ট। জিন্সের হাঁটুর দিকটা একটু ছেঁড়া, আবার কখনো সেখানে রুমাল দিয়ে বাঁধা। আর সবশেষ পায়ে কেডস! কখনো স্যুটেড-ব্যুটেড অথবা কখনো সাধারণ ঘরের ছেলের লুঙ্গি-স্যান্ডো গেঞ্জি গায়ে!
যুগের চেয়ে এগিয়ে থাকা দারুণ মানানসই ফ্যাশন আর মনকাড়া অভিনয় দক্ষতায় ঢাকা চলচ্চিত্রের সিংহাসন নিজের করে নিয়েছিলেন ১৯৯০-এর দশকে। বাংলা চলচ্চিত্রের ধুমকেতু হয়ে আসা সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা সাবেক এমপি নীলা চৌধুরী। মূল নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও চলচ্চিত্র জীবনে এসে হয়ে যান “সালমান শাহ” – যে নামে এখনো তাঁকে স্মরণ করি আমরা।
রোমান্টিক, অ্যাকশন, সামাজিক – সব ধরনের চলচ্চিত্রে দেখা গিয়েছে ক্ষণজন্মা এ অভিনেতাকে। মাত্র ৪ বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রের প্রত্যেকটি ছিলো হিট। কয়েকটি আছে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকাতেও। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, বিক্ষোভ, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, এই ঘর এই সংসার, স্বপ্নের নায়ক, সুজন সখী, আনন্দ অশ্রু, বিচার হবে, স্নেহ, দেনমোহর, স্বপ্নের ঠিকানা। পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশন নাটক, বিজ্ঞাপন চিত্র আর মিউজিক ভিডিওতে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা সালমান শাহ বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে নিজের স্থান নিশ্চিত করে গেছেন। অকালে ঝরে যাওয়া এ উজ্জ্বল নক্ষত্রের শূন্যতা এখনো বোধ করেন চলচ্চিত্রপ্রেমীরা।
একই সাথে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেতা, ফ্যাশন আইকন ও মডেলকে স্মরণ করে আমাদের এ কুইজ।