জন্ম মাগুরায়। ১৯৮৭ সালের ২৪ মার্চ। বিকেএসপি, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হয়ে পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়ানডে অভিষেক ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট ২০০৭ সালে ভারতের সাথে সিরিজে। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২০১১ বিশ্বকাপে। তিনি সাকিব আল হাসান, আমাদের সবার প্রিয় সাকিব। তাঁর ডাকনাম অবশ্য অনেকের অজানা – ময়না।
টেস্ট, ওয়ানডে, টি২০ – তিন ফরম্যাটেই আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১ নম্বরে অবস্থান করা একমাত্র এ ক্রিকেটার তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। সাথে রানের সংখ্যায় টেস্ট, ওয়ানডেতে আছেন দেশের হয়ে দুই নম্বরে। জিতেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার থেকে শুরু করে অসংখ্য পদক। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তিনি বিভিন্ন সময় ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের জন্য জয়ের উপলক্ষ আনতে বড় ভূমিকা পালন করেছেন।
২০০৯ সালে হয়েছিলেন উইজডেন বর্ষসেরা। এশিয়া কাপের ২০১২ ও ২০১৬ আসরে বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাবার ক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছিলেন সাকিব। তাঁর জন্মদিন নিয়ে থাকছে আমাদের বিশেষ কুইজ কুইজ।
![](https://www.quizards.co/wp-content/plugins/wp-viral-quiz/views/img/big-loader.gif)