যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক অল্টারনেটিভ রক ব্যান্ড লিংকিন পার্ক (Linkin Park)। ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল এ নু-মেটাল ব্যান্ডের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৬ সালে, তিনজন হাই স্কুল বন্ধুর মাধ্যমে। সঙ্গীত জগতে পরিচিতি পাবার আগে অবশ্য দুইবার নাম পরিবর্তন করেছিলো তাঁরা।
নু-মেটাল ও র্যাপ মেটাল ঘরানার সঙ্গীত চর্চা করা এ ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০০ সালে। সারা বিশ্বে প্রায় ১৯ মিলিয়ন কপি বিক্রি হওয়া “Hybrid Theory” নামের অ্যালবামটি তাঁদেরকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলে।
এখন পর্যন্ত লিংকিন পার্ক পৃথিবীব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছে। এছাড়াও দুইবার সঙ্গীত জগতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে তাঁরা।
ইতিহাসের অন্যতম সেরা অল্টারনেটিভ রক ব্যান্ড নিয়ে আজকের কুইজ।