in ,

রাফায়েল নাদাল: টেনিসের মহাতারকা কুইজ

Image Credit: Yann Caradec/Flickr/CC BY-SA 2.0

‘কিং অব ক্লে’ বলা হয় তাঁকে। ১৯৮৬ সালের জুনে জন্ম নেয়া রাফায়েল নাদাল পেরেরা বর্তমানে পুরুষ টেনিসে বিশ্বের ১ নং খেলোয়াড়। অর্জনের দিক দিয়ে লাল মাটির কোর্টে ইতিহাসের সেরা এ তারকা অন্য সব কোর্টেও দারুণ দক্ষ।

চারবার বর্ষসেরা টেনিস খেলোয়াড়ের পুরস্কার জেতা রাফার শোকেসে আছে ১৬টি গ্র্যান্ড স্ল্যাম, যা রজার ফেদেরারের পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সাথে এটিপি মাস্টার্স ১০০, এটিপি ৫০০ – দুই সিরিজেই সবচেয়ে বেশি শিরোপা আর দেশের হয়ে চারবার ডেভিস কাপ ও দুটি অলিম্পিক স্বর্ণ।

ইতিহাসের একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে একই গ্র্যান্ড স্ল্যাম (ফ্রেঞ্চ ওপেন), একই মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট (মন্টে কার্লো) এবং একই এটিপি ৫০০ টুর্নামেন্ট (বার্সেলোনা ওপেন) ১০ বার করে জেতার অনন্য রেকর্ড অর্থাৎ ট্রিপল ‘লা দেসিমা’ আছে এল ম্যাটাডোর খ্যাত এই স্প্যানিশের দখলে।

সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়কে নিয়ে এবারের কুইজ।

রাফায়েল নাদাল প্রথম র‍্যাকেট হাতে নেন ৩ বছর বয়সে। সে সময় থেকে শুরু করে তাঁর পুরো ক্যারিয়ার জুড়েই কোচ হিসেবে ছিলেন চাচা _____। ২০১৭ মৌসুম শেষে এ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নাদালের গড়া টেনিস একাডেমির পরিচালনায় নিয়োজিত থাকবেন তিনি।
সঠিক!
ভুল!

-

‘এল ম্যাটাডোর’ খ্যাত নাদাল ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও এ ইভেন্টে তাঁর শিরোপা মাত্র ১টি। রজার ফেদেরারের বিপক্ষে ২০০৯ সালে জেতা সে ফাইনাল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল। কোন ইভেন্টের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের ম্যাচ জয়ের হার ৯৭.৫৩%, যা যে কোনো গ্র্যান্ড স্ল্যাম বিবেচনাতে রাখলেও ইতিহাসের সর্বোচ্চ। এ টুর্নামেন্টে ৮১ ম্যাচে ৭৯-২ রেকর্ড রাখা নাদাল প্রথম পরাজয়ের শিকার হন ২০০৯ আসরে, চতুর্থ রাউন্ডের ম্যাচে। কার কাছে?
সঠিক!
ভুল!

-

টেনিসের অন্যতম মর্যাদাজনক সিরিজ এটিপি মাস্টার্স ১০০০। ২০১৭ মৌসুম শেষে ইতিহাসের সবচেয়ে বেশি মাস্টার্স শিরোপাধারী খেলোয়াড় যৌথভাবে নাদাল ও বর্তমানে নোভাক জোকোভিচ। তাঁদের প্রত্যেকের মাস্টার্স শিরোপা সংখ্যা -
সঠিক!
ভুল!

-

রজার ফেদেরার বনাম রাফায়েল নাদালের দ্বৈরথ পেশাদার টেনিস যুগের অন্যতম আকর্ষণ। মুখোমুখি দেখায় ২৩-১৫ ব্যবধানে এগিয়ে আছেন নাদাল। _____ সালে দুজনের মধ্যকার উইম্বলডন ফাইনাল ম্যাচকে টেনিস ইতিহাসের সেরা ম্যাচের স্বীকৃতি দিয়েছেন অনেক টেনিস বোদ্ধাই।
সঠিক!
ভুল!

-

রাফায়েল নাদাল সর্বোচ্চ কত বছর টানা ফ্রেঞ্চ ওপেন জিতেছেন?
সঠিক!
ভুল!

-

রাফায়েল নাদাল প্রথম কবে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এটিপি মৌসুম শেষ করেন?
সঠিক!
ভুল!

-

গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের ইতিহাসে দীর্ঘতম ম্যাচের ব্যপ্তি ৫ ঘণ্টা ৫৩ মিনিট। ২০১২ সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের ৫ সেটের দ্বৈরথে নাদাল চূড়ান্ত সেটে ইনজুরিতে পড়া সত্ত্বেও খেলা অব্যাহত রাখেন ও শেষ পর্যন্ত হার মানেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন -
সঠিক!
ভুল!

-

ফার্নান্দো গঞ্জালেসকে হারিয়ে নিজের প্রথম অলিম্পিক সোনা জিতেছিলেন নাদাল। কোন আসরে?
সঠিক!
ভুল!

-

রাফায়েল নাদাল প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০০৫ সালে, ফ্রেঞ্চ ওপেনে। সেবার ফাইনালে প্রতিপক্ষ ছিলেন _____।
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

রাফায়েল নাদাল: টেনিসের মহাতারকা কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Raiyan Ibne Hossain

সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস টেনে পড়ছি। ২০১১ থেকে কুইজ ভালোবাসি। সম্ভব হলে যে কোন কুইজে অংশগ্রহণ করি। কুইজিংয়ের পাশাপাশি ইংরেজি বিতর্ক, ভাষা অলিম্পিয়াড, পাবলিক স্পিকিং আর স্পেল বী পছন্দ করি। বায়ার্ন মিউনিখ, রজার ফেদেরার, ব্ল্যাক সাবাথ আর পিংক ফ্লয়েডের ভক্ত।

মৌলিক পদার্থ - কুইজার্ডস (Quizards)

মৌলিক পদার্থ কুইজ: দ্বিতীয় পর্ব

লাল-সবুজের বিজয় দিবস: ইউনিসেলের সৌজন্যে