in ,

রাফায়েল নাদাল: টেনিসের মহাতারকা কুইজ

রাফায়েল নাদাল: ফ্রেঞ্চ ওপেন ২০১১ - কুইজার্ডস (Quizards)
Image Credit: Yann Caradec/Flickr/CC BY-SA 2.0

‘কিং অব ক্লে’ বলা হয় তাঁকে। ১৯৮৬ সালের জুনে জন্ম নেয়া রাফায়েল নাদাল পেরেরা বর্তমানে পুরুষ টেনিসে বিশ্বের ১ নং খেলোয়াড়। অর্জনের দিক দিয়ে লাল মাটির কোর্টে ইতিহাসের সেরা এ তারকা অন্য সব কোর্টেও দারুণ দক্ষ।

চারবার বর্ষসেরা টেনিস খেলোয়াড়ের পুরস্কার জেতা রাফার শোকেসে আছে ১৬টি গ্র্যান্ড স্ল্যাম, যা রজার ফেদেরারের পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সাথে এটিপি মাস্টার্স ১০০, এটিপি ৫০০ – দুই সিরিজেই সবচেয়ে বেশি শিরোপা আর দেশের হয়ে চারবার ডেভিস কাপ ও দুটি অলিম্পিক স্বর্ণ।

ইতিহাসের একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে একই গ্র্যান্ড স্ল্যাম (ফ্রেঞ্চ ওপেন), একই মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট (মন্টে কার্লো) এবং একই এটিপি ৫০০ টুর্নামেন্ট (বার্সেলোনা ওপেন) ১০ বার করে জেতার অনন্য রেকর্ড অর্থাৎ ট্রিপল ‘লা দেসিমা’ আছে এল ম্যাটাডোর খ্যাত এই স্প্যানিশের দখলে।

সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়কে নিয়ে এবারের কুইজ।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

রাফায়েল নাদাল: টেনিসের মহাতারকা কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Raiyan Ibne Hossain

সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস টেনে পড়ছি। ২০১১ থেকে কুইজ ভালোবাসি। সম্ভব হলে যে কোন কুইজে অংশগ্রহণ করি। কুইজিংয়ের পাশাপাশি ইংরেজি বিতর্ক, ভাষা অলিম্পিয়াড, পাবলিক স্পিকিং আর স্পেল বী পছন্দ করি। বায়ার্ন মিউনিখ, রজার ফেদেরার, ব্ল্যাক সাবাথ আর পিংক ফ্লয়েডের ভক্ত।

মৌলিক পদার্থ - কুইজার্ডস (Quizards)

মৌলিক পদার্থ কুইজ: দ্বিতীয় পর্ব

লাল-সবুজের বিজয় দিবস: ইউনিসেলের সৌজন্যে