in ,

যুদ্ধ ও বিদ্রোহ কুইজ

সভ্যতার শুরু থেকে মানুষ নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কিংবা অন্যের শোষণ থেকে মুক্তি পেতে যুদ্ধ ও বিদ্রোহের আশ্রয় নিয়ে এসেছে। পৃথিবীর ইতিহাস তাই অনেকাংশেই যুদ্ধের ইতিহাস।

একেক সংঘাতের ধরন ও ফলাফল একেক রকম। তবে তাদের প্রাথমিক উদ্দেশ্যগুলোতে রয়েছে যথেষ্ট মিল। সময়ের সাথে যুদ্ধের ক্ষতিকর দিকগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বিশেষ করে বিংশ শতাব্দীতে মানুষ এ ব্যাপারে সবচেয়ে সচেতন হয়েছে। কিন্তু ভবিষ্যতেও ক্ষমতার দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে কেউ শক্ত দাবী করতে পারেন না।

পরিচিত ও প্রায় অপরিচিত কিছু যুদ্ধ ও বিদ্রোহ নিয়ে আজকের কুইজের প্রশ্নগুলো করা হয়েছে। তবে ব্যাপকতার কথা চিন্তা করে দুই বিশ্বযুদ্ধের উপর কোন প্রশ্ন রাখা হয় নি।

বিখ্যাত ফরাসি বিপ্লব প্রত্যক্ষভাবে শুরু হয় _____ সালে।
সঠিক!
ভুল!

-

মেসিডনের রাজা পঞ্চম ফিলিপ নেতৃত্ব দিয়েছিলেন _____ যুদ্ধে। কিন্তু রোমানদের হস্তক্ষেপে রোডিয়ানদের বিরুদ্ধে হেরে যান তিনি।
সঠিক!
ভুল!

-

শতবর্ষব্যাপী যুদ্ধের (১৩৩৭ - ১৪৫৩) দুই পক্ষ কারা? বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে এর অবসান ঘটে।
সঠিক!
ভুল!

-

কোন যুদ্ধের মাধ্যমে ইউরোপে রাশিয়ান সাম্রাজ্যের শক্ত ভিত তৈরি হয়? সুইডিশ আধিপত্যের বিরুদ্ধে কয়েকটি দেশ একত্রিত হয় এতে।
সঠিক!
ভুল!

-

পেলোপনেসিয়ার যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন দুই পক্ষের মধ্যে? খ্রিস্টপূর্ব ৪৩১ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৪০৪ অব্দ পর্যন্ত চলেছিলো এ যুদ্ধ।
সঠিক!
ভুল!

-

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিখ্যাত একটি যুদ্ধ হলো -
সঠিক!
ভুল!

-

আশি বছরের যুদ্ধ (১৫৬৮ - ১৬৪৮) একটি দেশের স্বাধীনতা নিশ্চিত করে। দেশটির নাম -
সঠিক!
ভুল!

-

ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩ - ১৮৫৬) পরাজয় ঘটে কোন দেশের?
সঠিক!
ভুল!

-

কততম আফিম যুদ্ধে চীনের বিরুদ্ধে ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য জোট বাঁধে?
সঠিক!
ভুল!

-

স্নেক যুদ্ধ অনুষ্ঠিত হয় কোথায়? স্নেক ইন্ডিয়ানদের বিরুদ্ধে পরিচালিত হবার কারণে এমন নামকরণ করা হয় এর।
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

যুদ্ধ ও বিদ্রোহ কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

One Comment

অলিম্পিক ইতিহাস কুইজ - কুইজার্ডস

অলিম্পিক গেমসের ইতিহাস: খেলাধুলা কুইজ

মার্ক জাকারবার্গ: ইন্টারনেট কোম্পানি কুইজ - কুইজার্ডস

ইন্টারনেট কোম্পানি: কার শুরু কীভাবে?