এর প্রতীক P আর পারমাণবিক সংখ্যা ১৫। হেনিগ ব্র্যান্ড নামে জার্মান এক রসায়নবিদ ধাতুকে সোনায় রূপান্তরিত করার উপায় খুঁজতে গিয়ে মূত্র বা প্রস্রাব থেকে ভুলবশত এ মৌল আবিষ্কার করেন।
সঠিক!
ভুল!
-
খুব সক্রিয় হবার কারণে এ ধাতুকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। রাস্তার পাশের হলুদ বাতির রংয়ের পেছনে রয়েছে এর ভূমিকা। ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটলে অবশ্য এটি হয়ে যায় খাবার লবণ।
সঠিক!
ভুল!
-
৩৩ পারমাণবিক সংখ্যার এ মৌল বেশ বিপদজনক। চামড়ার রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে এর প্রভাবে।
সঠিক!
ভুল!
-
আলোর প্রতিফলন ঘটাতে এ মৌলের বিশুদ্ধ রূপের তুলনা নেই। তাই আয়না তৈরির সময় এটি ব্যবহার করা হয়। "Ag" প্রতীকের এ ধাতু প্রাচীনকাল থেকেই গুরুত্ব পেয়ে আসছে মানুষের কাছ থেকে।
সঠিক!
ভুল!
-
হ্যালোজেন গ্রুপের এ সদস্য প্রকৃতিতে অত্যন্ত বিরল। পৃথিবী পৃষ্ঠে ২৫ গ্রামেরও কম এর পরিমাণ। ৮৫ পারমাণবিক সংখ্যার তেজস্ক্রিয় এ পদার্থের কোন ব্যবহার নেই বললেই চলে।
সঠিক!
ভুল!
-
গ্রিক শব্দ হাইড্রাজিরাম থেকে এসেছে এর নাম। ৮০ পারমাণবিক সংখ্যার মৌলটি থার্মোমিটারেই দেখা যায়।
সঠিক!
ভুল!
-
তরল _____ হিমায়ক বা ঠাণ্ডা করার উপাদান হিসাবে ব্যবহার করা হয়। অরোরা বা মেরুজ্যোতি গঠনে এর ভূমিকা রয়েছে। পারমাণবিক সংখ্যা ৭।
সঠিক!
ভুল!
-
নিষ্ক্রিয় এ গ্যাসের পারমাণবিক সংখ্যা ৩৬। বিরল ও বর্ণ-গন্ধহীন গ্যাসটির নাম সুপারম্যানের গ্রহ হিসাবেও ব্যবহৃত হয় কমিকসে।
Image Credit: images-of-elements.com/CC BY 3.0
সঠিক!
ভুল!
-
ভূপৃষ্ঠে পাওয়া ধাতব উপাদানের মধ্যে সিলিকনের পরই এর অবস্থান। প্রায় সব ধরনের সফট ড্রিংকের ক্যানে ১৩ পারমাণবিক সংখ্যার ধাতুটি ব্যবহৃত হয়। কারণটাও সাধারণ। খুব সহজেই একে রিসাইকেল বা পুনরায় ব্যবহারের উপযোগী করা যায়।
সঠিক!
ভুল!
-
ডায়মন্ড আর গ্রাফাইটের মূল উপাদান কার্বনের নাম এসেছে ল্যাটিন শব্দ কার্বো থেকে। এর অর্থ -
সঠিক!
ভুল!
-
মৌলিক পদার্থ নিয়ে আমাদের প্রথম কুইজটি খেলতে পারেন এখানে।