মাইকেল জ্যাকসন সঙ্গীত জগতের অবিস্মরণীয় এক নাম। অবিশ্বাস্য জনপ্রিয়তার এক ক্যারিয়ার গড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্ম নেয়া এ শিল্পী। “পপ সঙ্গীতের রাজা” উপাধিটা তাই ঠিকভাবেই পেয়েছিলেন।
সঙ্গীতে যাত্রা শুরু করেছিলেন পারিবারিকভাবে। যোগ দিয়েছিলেন জ্যাকি, টিটো, জার্মেইন আর মার্লোনের সাথে, দ্য জ্যাকসন ফাইভ (Jackson 5) ব্যান্ডে। এখানে থাকার সময়েই ১৩ বছর বয়সে তার প্রথম অ্যালবাম বের হয়।
১৯৮২ সালে মুক্তি পায় মাইকেল জ্যাকসনের ষষ্ঠ একক অ্যালবাম ‘Thriller’। অ্যালবামটি তাকে এনে দেয় অভাবনীয় সাফল্য। গান আর নাচের জন্য বহুল আলোচিত এ অ্যালবাম ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামও! বিলবোর্ডে ৩৭ সপ্তাহ ধরে প্রথম অবস্থান ধরে রেখেছিলো এটি, যা এখনো রেকর্ড হিসাবে টিকে রয়েছে।
মিউজিক আইকন মাইকেল জ্যাকসন নিয়ে আজকের এ কুইজ।