বর্তমানে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষার সংখ্যা ৬ টি। কিন্তু প্রতিষ্ঠাকালীন সংখ্যা ছিলো ৫। নিচের কোন ভাষাটি সে সময় ছিলো না?
সঠিক!
ভুল!
-
চীনা ভাষার একক কোন রূপ নেই। তাই কথ্য চীনাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে _____ রূপের ব্যবহার ও পরিচিতি সবচেয়ে বেশি।
সঠিক!
ভুল!
-
পৃথিবীর জনপ্রিয়তম ভাষাগুলোর মধ্যে এটি একটি। প্রায় ৩৬০ মিলিয়ন লোক এ ভাষা ব্যবহার করে। অনেক সময় একে কাসতেয়ানো নামেও ডাকা হয়। কোন ভাষা?
সঠিক!
ভুল!
-
ইরানের আনুষ্ঠানিক ভাষা হলো ফার্সি বা পারসিয়ান। তবে এর দুইটি রূপ অন্য দেশে প্রচলিত রয়েছে। একটি হলো তাজিক, যা তাজিকিস্তানে ব্যবহৃত হয়। অন্য রূপটি হলো দারি। কোথাকার ভাষা এটি?
সঠিক!
ভুল!
-
ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ভাষা হলো _____। পূর্ব ভারতের এ ভাষা থেকেই বাংলার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। এ মতের অন্যতম গবেষক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
সঠিক!
ভুল!
-
প্রতিটি ভাষার রয়েছে নিজস্ব বর্ণমালা। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, _____ ভাষায় বর্ণের সংখ্যা ৭৪। পৃথিবীর দীর্ঘতম বর্ণমালা তাই এর দখলে।
সঠিক!
ভুল!
-
প্রায় ৮০০ টির উপর ভাষার প্রচলন রয়েছে এ দেশে। কোন দেশের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
আফ্রিকা মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা প্রচলিত রয়েছে?
সঠিক!
ভুল!
-
উৎপত্তির দিক থেকে ইংরেজি ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। আরো নির্দিষ্ট করে একে _____ ভাষা বলা যায়।
সঠিক!
ভুল!
-
পোলিশ ডাক্তার ও লেখক এল. এল. যেমেনহফের মাধ্যমে তৈরি হয়েছিলো পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত কৃত্রিম ভাষা। ভাষাটির নাম -
সঠিক!
ভুল!
-