in ,

বিশ্বের ইতিহাস কুইজ: ভিসুভিয়াস থেকে এশিয়া

ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে সভ্যতা আজকের পর্যায়ে এসেছে। বিশ্বের ইতিহাস থেকে বাছাই করা এমন কিছু ঘটনা নিয়ে এ কুইজ।

বিশ্বের ইতিহাস: প্রথম বিশ্বযুদ্ধের নির্বাচিত ৫

– ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এর প্রায় ১ মাস আগে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড নিহত হয়েছিলেন বসনিয়াতে। হত্যাকারী ছিলেন এক সার্বিয়ান জাতীয়তাবাদী। এ কারণে অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার উপর যুদ্ধ ঘোষণা করে। পরে অন্য দেশগুলো জড়িয়ে পড়ে।

– প্রথম বিশ্বযুদ্ধই ইতিহাসের প্রথম যুদ্ধ যেখানে এয়ারক্রাফট ব্যবহার করা হয়েছিলো।

– প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিলো ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায়! তবে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হতে আরো কয়েক মাস লেগে যায়। ১৯১৯ সালের ২৮ জুন জার্মানি ও মিত্রশক্তির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হবার মাধ্যমে রক্তক্ষয়ী এ যুদ্ধের অবসান ঘটে।

– প্রথম বিশ্বযুদ্ধ শেষে চারটি সাম্রাজ্যের পতন ঘটে: অটোমান, অস্ট্রো-হাঙ্গেরিয়ান, জার্মান ও রাশিয়ান।

– “The War to End All Wars” হলো প্রথম বিশ্বযুদ্ধের আরেক নাম। নামটা অবশ্য যথার্থ হয় নি। ইতিহাসেই এর প্রমাণ মেলে।

মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসাবে স্ট্যাচু অব লিবার্টি দিয়েছিলো কোন দেশ?
সঠিক!
ভুল!

-

ইতিহাসের কোন বিখ্যাত নারী ব্যক্তিত্ব "The Maid of Orleans" নামে পরিচিত?
সঠিক!
ভুল!

-

কোন দেশে বক্সার বিদ্রোহ (১৮৯৮-১৯০০) সংঘটিত হয়েছিলো?
সঠিক!
ভুল!

-

১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্পেনের একনায়ক সামরিক শাসক ছিলেন কে?
সঠিক!
ভুল!

-

এশিয়ার ইন্দোচীন অঞ্চলে ১৯৫৫ সালে একটি যুদ্ধ শুরু হয়েছিলো, যার স্থায়িত্বকাল ছিলো প্রায় ২০ বছর। কোন যুদ্ধের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হবার পর কে চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন?
সঠিক!
ভুল!

-

খ্রিস্টপূর্ব ৭৯ সালে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে পম্পেই নগরীর সাথে আরেকটি নগরী ধ্বংস হয়ে যায়। সেটির নাম কী?
সঠিক!
ভুল!

-

দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে মহাত্মা গান্ধী কোন পেশায় নিয়োজিত ছিলেন?
সঠিক!
ভুল!

-

১৯৬১ সালে একটি দেশের রাষ্ট্রপ্রধানকে উৎখাত করার জন্য পরিচালিত হয় "Bay of Pigs Invasion", যার পেছনে মূল পৃষ্ঠপোষক হিসাবে ছিলো সিআইএ (CIA)। কোন দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এ ব্যর্থ অভিযান হয়েছিলো?
সঠিক!
ভুল!

-

১৮৯৩ সালে নিচের কোন সার্বভৌম দেশে নারীরা ভোটাধিকার লাভ করে?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

বিশ্বের ইতিহাস কুইজ: ভিসুভিয়াস থেকে এশিয়া I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

অস্কার পুরস্কার: রোনাল্ড কোলম্যান - কুইজার্ডস

অস্কার পুরস্কার বিষয়ক কুইজ: দ্বিতীয় পর্ব

কুইজমাস্টার্স লাউঞ্জ: পর্ব ১ - কুইজার্ডস

কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজ: প্রথম পর্ব