ভৌগোলিক অঞ্চলের দখল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা যায়। এসব বিরোধের মীমাংসা হতে বহু বছর লেগে যেতে পারে। কাশ্মীর ইস্যু একটি বড় উদাহরণ। এ বিতর্কিত এলাকা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি সরাসরি যুদ্ধ হয়ে গেছে। এছাড়া ছোট ও মাঝারি আকারের সংঘর্ষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় প্রতিনিয়ত।
এক দেশের ভেতর বিরোধ দেখা দেয়াও বিচিত্র নয়। যেমন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে কোরিয়ার দুই অংশের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। এরই প্রেক্ষাপটে ১৯৫০ সালে শুরু হয় যুদ্ধ। তিন বছর পর এর সমাপ্তি ঘটে। কিন্তু কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়।
বিশ্বের দশটি বিতর্কিত এলাকা থাকছে এবারের কুইজের বিষয় হিসাবে।