১৯৭০-এর দশকে বাংলা সঙ্গীতে আসে নতুন এক ধারা। মূলত রক আর পপ ঘরানার গান দিয়ে শুরু এর। অল্প সময়ের মধ্যে বাংলা ব্যান্ড মিউজিক তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। জন্ম নেয় এল.আর.বি., নগর বাউল, ওয়ারফেজ, মাইলস আর সোলসের মতো দলগুলোর। এর মধ্যে কয়েকজন শিল্পী পুরো ইন্ডাস্ট্রির আইকনে পরিণত হন। উদাহরণ হিসাবে আইয়ুব বাচ্চু বা জেমসের কথা বলা যায়।
সময়ের সাথে আরো নতুন মুখ আর স্টাইল যুক্ত হয়েছে বাংলা ব্যান্ড মিউজিকে। ২০০০-পরবর্তী সময়ে “বেইজবাবা” সুমনের অর্থহীন এমনই এক নাম। তুমুল জনপ্রিয়তা লাভের পাশাপাশি তাদের প্রায় প্রতিটা অ্যালবাম ব্যবসায়িকভাবেও সফল হয়েছে।
আজকের কুইজে শুধু বাংলাদেশি ব্যান্ডগুলোর উপর প্রশ্ন থাকছে। মূলত পুরানো দলগুলোর উপর জোর দেয়া হয়েছে এখানে।