কমিকস বলতে আমরা সাধারণত বিদেশী প্রকাশনাগুলোর কথা ভাবি। বাংলা কমিকস এক সময় শুধু চাচা চৌধুরী, বিল্লু বা পিঙ্কির মতো চরিত্রগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলো। আমাদের দেশে প্রতিভাবান কার্টুনিস্টের সংখ্যা কম নয়। তবে পত্রিকা-ম্যাগাজিনে প্রকাশিত কার্টুনের বাইরে বড় আকারে দেশী কমিকসের প্রসার ঘটে নি। ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন ঘটছে। Mighty Punch Studios বা ঢাকা কমিক্সের মতো আরো প্রকাশনা সংস্থা গড়ে উঠলে হয়তো আমরা নতুন নতুন বাংলাদেশি সুপারহিরো-সুপারহিরোইনের দেখা পাবো।
উপরে যে ছবিটা দেখা যাচ্ছে, সেটি ঢাকা কমিক্সের একটি প্রকাশনা “রিশাদ”। আজকের কুইজটি আমাদের কাছে জমা দিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (IUT) ছাত্র নাভিদ ফজলে নাফ। মূলত বাংলাদেশি কার্টুন ও কমিকস নিয়ে এ কুইজ। তবে ব্যতিক্রমী কিছু প্রশ্নও রয়েছে। উল্লেখ্য যে, পুরানো এ কুইজটি নতুন করে প্রকাশ করা হচ্ছে।