বাংলাদেশের নদী আজকের কুইজের মূল বিষয়। কিন্তু শুধু নদী নিয়ে প্রশ্ন রাখি নি আমরা। হাওর, হ্রদ আর নৌকা নিয়েও থাকছে চারটি প্রশ্ন।
বিভিন্ন ধরনের জলাশয়ের মধ্যে একটি হচ্ছে হাওর। অনেকগুলো বিল, নিচু জমি, খাল-নদী বর্ষায় মিশে গিয়ে বিশাল আকার ধারণ করে। এমন জলাশয়কে হাওর বলি আমরা। প্রায় ৪০০ হাওর রয়েছে এখানে। বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট, কিশোরগঞ্জ ও হবিগঞ্জকে বলা হয় হাওর বেসিন। যে ৩টি রামসার সাইট (Ramser Site) আছে আমাদের দেশে, তার মধ্যে দুইটিই হাওর!
প্রাচীনকাল থেকে বাংলাদেশে খাল-বিল বা নদীতে যাতায়াতের জন্য নৌকা বহুলভাবে ব্যবহৃত হয়ে এসেছে। সুন্দর নামধারী বিভিন্ন ধরনের নৌকার প্রচলন ছিলো এক সময়। উদাহরণ হিসাবে যাত্রী পরিবহনে ব্যবহৃত বরিশাল অঞ্চলের গয়নার নৌকা কিংবা চট্টগ্রামের সাম্পানের কথা বলা যায়। আগের মতো এখন হয়তো ঐতিহ্যবাহী নৌকার পরিচিতি তেমন নেই। এরপরও টিকে রয়েছে কিছু নমুনা।
আজকের কুইজে একটি ছবি-প্রশ্ন রয়েছে। এ ছবির জন্য আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (BUP) ছাত্র অপু নজরুলকে ধন্যবাদ জানাই।
স্কোরের ছবি কৃতজ্ঞতা
প্রথম ছবিঃ Sarkershuvro/2015/CC BY-SA 4.0
দ্বিতীয় ছবিঃ Shahnoor Habib Munmun/2007/CC BY 3.0
তৃতীয় ছবিঃ Arman Aziz/2006/Public Domain