প্রাণিজগৎ নিয়ে আমাদের অনেকের আগ্রহ আছে। আগ্রহ থাকা স্বাভাবিক। আমরা নিজেরাও প্রাণী! এবারের কুইজে তাই থাকছে প্রাণিজগৎ নিয়ে দশটি প্রশ্ন। তালিকার প্রায় সব প্রাণীর সাথেই আপনারা পরিচিত।
প্রাণিজগৎ: তথ্যকণিকা
– সমুদ্র থেকে শুরু করা যাক। গ্রেট হোয়াইট শার্কের নাম শুনেছেন নিশ্চয়। বিশ্বখ্যাত ‘Jaws’ মুভিতে এরাই মূল চরিত্র। পৃথিবীর সবচেয়ে বড় শিকারী মাছ হলো এ প্রাণী। নরখাদক তকমাটা তাই সহজেই জুটেছে। তবে মানুষ এদেরকে যতটা ভয় পায়, ততটা ভয়ংকর পরিসংখ্যান নেই আসলে। প্রতি বছর মানুষের উপর ৫-১০টা হামলার কথা জানা যায়। অবশ্য এতেও কেউ স্বস্তি পাবে বলে মনে হয় না। হাঙর মাছের কামড় খুব একটা সুখকর ব্যাপার হবার কথা নয়!
– মেরু ভাল্লুকদের রং সাদা হয়। কিন্তু এদের সাদা লোমের নিচে রয়েছে কালো চামড়া। সূর্যরশ্মি শোষণ করে নেয় এ চামড়া।
– হাতির শুঁড় অদ্ভুত এক সৃষ্টি। একটি শুঁড়ে প্রায় এক লক্ষেরও বেশি পেশী থাকে। কাজেই বুঝতেই পারছেন এ শুঁড় দিয়ে এত কাজ করা কীভাবে সম্ভব!
– জাগুয়ারের নাম এসেছে নেটিভ আমেরিকান শব্দ থেকে। শব্দটি ‘Yaguar’। অর্থ? “He who kills with one leap.”
তথ্যসূত্র
– গ্রেট হোয়াইট শার্ক: বিবিসি
– মেরু ভাল্লুক: ন্যাশনাল জিওগ্রাফিক
– হাতি: ন্যাশনাল জিওগ্রাফিক
– জাগুয়ার: ন্যাশনাল জিওগ্রাফিক