নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। পুরো নামের মধ্যে শুধু প্রথম অংশ দিয়েই বিশ্বব্যাপী পরিচিতি তাঁর। মাত্র ১১ বছর বয়সে শুরু করেছিলেন নিজের ফুটবল ক্যারিয়ার। দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য ২০১১ ও ২০১২ সালে নির্বাচিত হন দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হিসাবে।
২০১৩ সালে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় চলে আসেন পাঁচ বছরের চুক্তিতে। ৫৭ মিলিয়ন ইউরো (প্রায় ৭৬ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফির বিনিময়ে। ক্লাবটিতে যদিও বড় তারকার অভাব নেই, নেইমার নিজের দক্ষতাকে ঠিকই প্রমাণ করেছেন। বার্সেলোনার জার্সি গায়ে জিতেছেন ট্রেবল চ্যাম্পিয়নশিপ – কোপা দেল রে, লা লিগা চ্যাম্পিয়নশিপ ও উয়েফা চ্যাম্পিয়নশিপ।
কিছুদিন আগে নেইমার অবিশ্বাস্য ২২২ মিলিয়ন ইউরো মূল্যে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন। সাথে হয়ে যান বর্তমান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। সময়ই বলে দেবে নেইমারের জন্য এমন মূল্য ঠিক কিনা।
ব্রাজিলের এ ফুটবল তারকাকে নিয়ে থাকছে আজকের কুইজ।