দ্য বিটলস – এক নামে যাদের সবাই চেনে। সবাই চেনে বললে অবশ্য ভুল হবে। বর্তমান প্রজন্মের কাছে তাঁদের পরিচিতি ওয়ান ডিরেকশনের চেয়ে বেশি হবার সম্ভাবনা কম। তবে ভালো গান নিয়ে একটু হলেও জানেন, এমন কারো কাছে দ্য বিটলসের আলাদা একটা মর্যাদা থাকা স্বাভাবিক ব্যাপার। সঙ্গীত জগতে এক সময় তুমুল আলোড়ন তুলেছিলো ইংলিশ এই রক ব্যান্ড। রক ধাঁচের গানকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন তাঁরা। সাথে স্টাইলের ব্যাপার তো তো আছেই!
লিভারপুল থেকে জন্ম নেয়া সর্বকালের অন্যতম সেরা রক ব্যান্ড নিয়ে আমাদের এ কুইজ।
দ্য বিটলস: ৫ তথ্য
– ৭-৮ বছরের ক্যারিয়ারে ১৩ টি অ্যালবাম বের হয় দ্য বিটলসের।
– ব্যান্ডের প্রাথমিক নাম দ্য বিটলস ছিলো না। কয়েকটি পূর্বনামের দুইটি হলো জনি এন্ড দ্য মুন ডগস ও দ্য সিলভার বিটলস।
– ১৯৬০ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত জার্মানির হামবুর্গের বিভিন্ন ক্লাবে গান গাইতো দ্য বিটলস। খ্যাতি অর্জনের আশা থাকলেও বাস্তবে তার দেখা পায় নি তাঁরা।
– প্রথম দিকে স্টুয়ার্ট সাটক্লিফ ছিলেন ব্যান্ডের মূল বেইজের দায়িত্বে। চিত্রশিল্পী হবার উদ্দেশ্যে তিনি ব্যান্ড ছেড়ে যান। দুর্ভাগ্যক্রমে ১৯৬২ সালে তিনি ব্রেইন হেমারেজের কারণে মারা যান।
– ১৯৬২ সালের শেষ দিকে এসে দ্য বিটলস যুক্তরাজ্যের মিউজিক চার্টগুলোতে জায়গা করে নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি তাঁদেরকে।