in ,

দ্য বিটলস কুইজ

দ্য বিটলস - কুইজার্ডস (Quizards)

দ্য বিটলস – এক নামে যাদের সবাই চেনে। সবাই চেনে বললে অবশ্য ভুল হবে। বর্তমান প্রজন্মের কাছে তাঁদের পরিচিতি ওয়ান ডিরেকশনের চেয়ে বেশি হবার সম্ভাবনা কম। তবে ভালো গান নিয়ে একটু হলেও জানেন, এমন কারো কাছে দ্য বিটলসের আলাদা একটা মর্যাদা থাকা স্বাভাবিক ব্যাপার। সঙ্গীত জগতে এক সময় তুমুল আলোড়ন তুলেছিলো ইংলিশ এই রক ব্যান্ড। রক ধাঁচের গানকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন তাঁরা। সাথে স্টাইলের ব্যাপার তো তো আছেই!

লিভারপুল থেকে জন্ম নেয়া সর্বকালের অন্যতম সেরা রক ব্যান্ড নিয়ে আমাদের এ কুইজ।

দ্য বিটলস: ৫ তথ্য

– ৭-৮ বছরের ক্যারিয়ারে ১৩ টি অ্যালবাম বের হয় দ্য বিটলসের।

– ব্যান্ডের প্রাথমিক নাম দ্য বিটলস ছিলো না। কয়েকটি পূর্বনামের দুইটি হলো জনি এন্ড দ্য মুন ডগস ও দ্য সিলভার বিটলস।

– ১৯৬০ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত জার্মানির হামবুর্গের বিভিন্ন ক্লাবে গান গাইতো দ্য বিটলস। খ্যাতি অর্জনের আশা থাকলেও বাস্তবে তার দেখা পায় নি তাঁরা।

– প্রথম দিকে স্টুয়ার্ট সাটক্লিফ ছিলেন ব্যান্ডের মূল বেইজের দায়িত্বে। চিত্রশিল্পী হবার উদ্দেশ্যে তিনি ব্যান্ড ছেড়ে যান। দুর্ভাগ্যক্রমে ১৯৬২ সালে তিনি ব্রেইন হেমারেজের কারণে মারা যান।

– ১৯৬২ সালের শেষ দিকে এসে দ্য বিটলস যুক্তরাজ্যের মিউজিক চার্টগুলোতে জায়গা করে নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি তাঁদেরকে।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

দ্য বিটলস: বিটলম্যানিয়ার কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Marzuka Tartil Esha

পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কুইজিংয়ের শুরু ওয়াই ডব্লিউ সি এ হায়ার সেকেন্ডারিতে। গান, গল্পের বই আর অ্যানিমে ছাড়া আমার জীবনে খুব বেশি কিছু নেই। আর জীবনের লক্ষ্য একটাই — শিক্ষকতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চিতা: প্রাণিজগৎ - কুইজার্ডস (Quizards)

প্রাণিজগৎ কুইজ: জঙ্গলের দিনরাত্রি

আরব-ইসরায়েলি সংঘাত কুইজ - কুইজার্ডস

আরব-ইসরায়েলি সংঘাত: মধ্যপ্রাচ্যের কুইজ