২০১৬ সালের নভেম্বরে প্রথমবারের মতো প্রচারিত হয় নেটফ্লিক্সের দ্য ক্রাউন (The Crown) সিরিজ। রাণী দ্বিতীয় এলিজাবেথের জীবনের নানা উত্থান-পতন নিয়ে তৈরি হয়েছে এটি। সাথে উঠে এসেছে রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন আর তৎকালীন যুক্তরাজ্যের রাজনীতির অন্দরমহলের বহু বিষয়।
গোল্ডেন গ্লোবের ২০১৭ সালের আসরে দ্য ক্রাউন (The Crown) সিরিজ সেরা টেলিভিশন সিরিজের (ড্রামা) পুরস্কার জিতে নেয়। সাথে সেরা অভিনেত্রীর পুরস্কার আসে রাণীর চরিত্রে অভিনয় করা ক্লেয়ার ফয়ের হাতে। অন্যদিকে ‘Doctor Who’ সিরিজের বিখ্যাত ম্যাট স্মিথ রূপদান করেছেন প্রিন্স ফিলিপ (ডিউক অব এডিনবার্গ) চরিত্রের।
সাড়া জাগানো এ সিরিজটি নিয়ে থাকছে এবারের কুইজ।