বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাথে একটি বিশেষ লোকসঙ্গীতের নাম জড়িয়ে আছে। মূলত পশ্চিমবঙ্গে এর শুরু হলেও আমাদের দেশে এর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলো মুসলিম সমাজ। পালাগানের মাধ্যমে এক সময় মানুষের দুঃখ-দুর্দশা ফুটিয়ে তোলা হতো উৎসবে। কোন ধরনের গানের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে সংগঠিত করতে একজন ব্যবসায়ী বিংশ শতাব্দীর শুরুর দিকে চট্টগ্রামে একটি বিশেষ খেলার আয়োজন করেন। _____ নামে উৎসবটি আমাদের কাছে পরিচিত।
সঠিক!
ভুল!
-
আমাদের দেশের ইতিহাসে নৌকা বাইচ ঐতিহ্যবাহী এক উৎসব। বাংলা কোন মাসে সাধারণত এটি অনুষ্ঠিত হয়ে থাকে?
সঠিক!
ভুল!
-
পহেলা বৈশাখকে ঘিরে আমাদের দেশে আয়োজনের কোন কমতি নেই। এ দিন ব্যবসায়ীরা পুরানো বছরের হিসাব-নিকাশ হালনাগাদ করেন। এ কাজে তারা লাল রংয়ের যে বিশেষ খাতা ব্যবহার করেন, তার নাম _____।
সঠিক!
ভুল!
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ধমান হাউজ (বর্তমান বাংলা একাডেমি) এক টুকরো চটের উপর কিছু বই সাজিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন _____, তা বড় হয়ে পরিণত হয়েছে অমর একুশে বইমেলায়।
সঠিক!
ভুল!
-
সাকরাইন উৎসব পুরানো ঢাকার ঐতিহ্যবাহী এক আয়োজন। এটি মূলত -
সঠিক!
ভুল!
-
প্রতি বছর কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে বাউলদের সাধকগুরুর স্মরণে যে উৎসব বসে, সেটি হলো -
সঠিক!
ভুল!
-
চট্টগ্রামের আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব পরিচিত বৈসাবি নামে। এর পূর্ণরূপ হলো বৈসু (ত্রিপুরাদের), সাংগ্রাই (মারমাদের) ও _____।
সঠিক!
ভুল!
-
প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য এক সময় জমিদাররা আয়োজন করতেন বিশেষ এক অনুষ্ঠান। জমিদারি প্রথার বিলুপ্তির সাথে তারও সমাপ্তি ঘটেছে। অনুষ্ঠানটি হলো -
সঠিক!
ভুল!
-
ইসলামি পঞ্জিকার শাওয়াল মাসের ১ তারিখ পালিত হয় আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। অন্যদিকে ঈদুল আযহা হলো কুরবানির ঈদ। ঈদ শব্দের অর্থ হলো -
সঠিক!
ভুল!
-