in ,

দুঃসাহসিক অভিযান কুইজ

তাঁরা নির্ভীক হয়ে এগিয়ে যান অজানার পথে। উদ্যম নিয়ে তাঁরা জয় করেন পায়ের-ছাপ-না-পড়া দুর্গম কোন অঞ্চল। তাঁদের দৃঢ় মানসিকতায় ফুটে ওঠে দুর্জয়কে জয় করার জন্য মানুষের চিরন্তন স্পৃহা। এ কাণ্ডারিদের আমরা চিনি অভিযাত্রী হিসাবে। দুঃসাহসিক অভিযান মিশে আছে তাঁদের রক্তে।

যুগে যুগে অকুতোভয় অভিযাত্রীরা জয় করেছেন হিমশীতল মেরু, সুউচ্চ পর্বত কিংবা সমুদ্রের অতল গহ্বর। লড়াই করেছেন প্রকৃতির ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জের সাথে। সে লড়াইয়ে জয় বা পরাজয় হোক, কিংবদন্তি হয়ে তাঁরা ঠিকই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

পৃথিবীর ইতিহাসের বিখ্যাত অভিযাত্রী আর তাঁদের অভিযান নিয়ে আমাদের এ কুইজ।

কুইজ - কুইজার্ডস

দুঃসাহসিক অভিযান: ৩ তথ্য

– প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি। কিন্তু প্রথম এভারেস্টজয়ী মহিলাকে? তাঁর নাম হলো জুনকো তাবেই। ১৯৭৫ সালের ১৬ মে তিনি স্মরণীয় এ কীর্তি গড়েন।

– প্রথম মহিলা পাইলট হিসাবে আটলান্টিক মহাসাগর একা একা পাড়ি দিয়েছিলেন অ্যামেলিয়া ইয়ারহার্ট। তবে ১৯৩৭ সালে প্রশান্ত মহাসাগর পাড়ি দেবার সময় রহস্যময়ভাবে হারিয়ে যান তিনি।

– ভ্যালেন্তিনা তেরেসকোভা। মহাকাশ অভিযানে উজ্জ্বল এক নাম। ১৯৬৩ সালের ১৬ জুন ভস্টক 6 মহাকাশযান উৎক্ষেপিত হয়। এ মহাকাশযানে করে ভ্যালেন্তিনা ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন!

তথ্যসূত্র

Junko Tabei: Official Website.
The Official Website of Amelia Earheart.
Valentina Tereshkova: First Woman in Space.

অতিরিক্ত অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করা প্রথম মানুষ তিনি। শুধু তাই নয়, প্রথম পর্বতারোহী হিসেবে ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতই জয় করেছিলেন তিনি। ইতালীয় এ পর্বতারোহী হলেন -
সঠিক!
ভুল!

-

রোয়াল্ড এমুন্ডসেনের দক্ষিণ মেরুজয়ী অভিযানের কিছুদিন পরে ব্রিটিশ "Terra Nova" অভিযান থেকে দক্ষিণ মেরুতে দ্বিতীয় আরেকটি দল পৌঁছায়। কিন্তু তাঁরা জীবিত ফিরে আসতে পারেননি; খারাপ আবহাওয়ার কবলে পড়ে আর রসদ শেষ হয়ে যাওয়ায় পথেই মৃত্যুবরণ করেন। এ অভিযানের নেতা ছিলেন এক বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রিক _____।
সঠিক!
ভুল!

-

১৮৯৩ সালে নরওয়েজিয়ান অভিযাত্রী ফ্রিটজফ ন্যানসেনের উত্তর মেরু অভিযানের জন্যে বিশেষভাবে তৈরি করা হয় এ জাহাজটি। পরবর্তীতে ১৯১০-১৩ সালে রোয়াল্ড এমুন্ডসেনের ঐতিহাসিক দক্ষিণ মেরু অভিযানেও এটি ব্যবহৃত হয়। বলা হয়ে থাকে, ইতিহাসে আর কোনো কাঠের জাহাজ একই সাথে পৃথিবীর এত উত্তর ও দক্ষিণে ভ্রমণ করেনি। জাহাজটির নাম কী?
সঠিক!
ভুল!

-

২০ মে ১৯২৭ তারিখে নিউইয়র্কের লং আইল্যান্ড থেকে "স্পিরিট অব সেন্ট লুই" নামের উড়োজাহাজে করে একজন বৈমানিক প্যারিসের পথে রওনা দেন। টানা ৩৩ ঘন্টা ৩০ মিনিট ধরে বিমান চালানো শেষে তিনি প্যারিসে অবতরণ করেন ২১ মে। এভাবে ইতিহাসের প্রথম বৈমানিক হিসেবে কোন বিমান নিয়ে ৫,৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ববিখ্যাত হয়ে যান একদিনেই। কে এই বৈমানিক?
সঠিক!
ভুল!

-

এ পর্তুগিজ অভিযাত্রিকের নেতৃত্বে ১৫১৯ থেকে ১৫২২ সাল পর্যন্ত এক নৌ অভিযান পরিচালিত হয়, যেখানে প্রথমবারের মতো কোন জাহাজ পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসে। ১৫২১ সালে মৃত্যুবরণ করায় সম্পূর্ণ অভিযান তিনি শেষ করতে না পারলেও বিখ্যাত এ অভিযানটি তাঁর নামেই পরিচিত। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

অস্ট্রেলিয়ায় পা রাখা প্রথম ইউরোপীয় অভিযাত্রী ছিলেন ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কুক। ১৭৭০ সালে তিনি যখন এ মহাদেশ খুঁজে পান, তখন তিনি '_____' জাহাজের ক্যাপ্টেন ছিলেন।
সঠিক!
ভুল!

-

চীনা নৌ অধিনায়ক _____ ১৪০৫ থেকে ১৪৩৩ পর্যন্ত সাতটি অভিযাত্রায় নেতৃত্ব দেন, যেগুলোতে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে ভারতের দক্ষিণ উপকূল, আফ্রিকার পূর্ব উপকূল এবং পারস্যের হরমুজ প্রণালী পর্যন্ত চলে গিয়েছিলেন।
সঠিক!
ভুল!

-

মার্কিন রাষ্ট্রপতি থমাস জেফারসনের নির্দেশে ১৮০৪ থেকে ১৮০৬ সালে যুক্তরাষ্ট্রের বর্তমান পশ্চিমাঞ্চলে একটি অভিযান পরিচালনা করেন এ দুইজন। সে অভিযানের মাধ্যমে দেশটির সাথে সদ্য যুক্ত হওয়া বিরাট অঞ্চলের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হয়। বিখ্যাত এ অভিযাত্রীদ্বয়ের নাম -
সঠিক!
ভুল!

-

আমরা জানি, ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে তিনটি জাহাজ নিয়ে স্পেন থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। ভারতে না পৌঁছালেও আমেরিকা আবিষ্কার করেন তিনি। ১৪৯৩ সালে স্পেনে ফিরে আসার সময় তিন জাহাজের মধ্যে একটাই বাকি ছিলো। সেটি কোনটি?
সঠিক!
ভুল!

-

সমুদ্রের গভীরতম অংশ হলো মারিয়ানা ট্রেঞ্চের "চ্যালেঞ্জার ডিপ" নামক এলাকা, যার গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৯১০ মিটার। প্রথমবারের মতো মানুষ সেখানে পৌঁছায় ১৯৬০ সালের ২৩ জানুয়ারি। লেফটেন্যান্ট ডন ওয়ালশকে সাথে নিয়ে "Trieste" নামের একটি গভীর সমুদ্রযানে করে এ অভিযানে যান এক সুইস, যিনি নিজেই সমুদ্রযানটি তৈরি করেছিলেন। তাঁর নাম -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

দুঃসাহসিক অভিযান কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Turjya

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের ছাত্র। স্কুলে কিউসিএল গ্রানাইট টিমের হয়ে ও কলেজ জীবনে এনডিসি ব্লু ও এনডিসি গোল্ডের কুইজার ছিলাম। সবসময় নতুন নতুন জিনিস পড়তে মজা লাগে – তা সে যে বিষয়ই হোক না কেন। বই পড়ার শখটা তাই অভ্যাসে পরিণত হয়েছে। ইতিহাসের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে।

বাংলা কমিকস কুইজ - কুইজার্ডস

বাংলা কমিকস কুইজ

মার্টিন স্করসেসি হলিউড পরিচালক - কুইজার্ডস (Quizards)

মার্টিন স্করসেসি: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কুইজ