তাঁরা নির্ভীক হয়ে এগিয়ে যান অজানার পথে। উদ্যম নিয়ে তাঁরা জয় করেন পায়ের-ছাপ-না-পড়া দুর্গম কোন অঞ্চল। তাঁদের দৃঢ় মানসিকতায় ফুটে ওঠে দুর্জয়কে জয় করার জন্য মানুষের চিরন্তন স্পৃহা। এ কাণ্ডারিদের আমরা চিনি অভিযাত্রী হিসাবে। দুঃসাহসিক অভিযান মিশে আছে তাঁদের রক্তে।
যুগে যুগে অকুতোভয় অভিযাত্রীরা জয় করেছেন হিমশীতল মেরু, সুউচ্চ পর্বত কিংবা সমুদ্রের অতল গহ্বর। লড়াই করেছেন প্রকৃতির ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জের সাথে। সে লড়াইয়ে জয় বা পরাজয় হোক, কিংবদন্তি হয়ে তাঁরা ঠিকই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।
পৃথিবীর ইতিহাসের বিখ্যাত অভিযাত্রী আর তাঁদের অভিযান নিয়ে আমাদের এ কুইজ।
দুঃসাহসিক অভিযান: ৩ তথ্য
– প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি। কিন্তু প্রথম এভারেস্টজয়ী মহিলাকে? তাঁর নাম হলো জুনকো তাবেই। ১৯৭৫ সালের ১৬ মে তিনি স্মরণীয় এ কীর্তি গড়েন।
– প্রথম মহিলা পাইলট হিসাবে আটলান্টিক মহাসাগর একা একা পাড়ি দিয়েছিলেন অ্যামেলিয়া ইয়ারহার্ট। তবে ১৯৩৭ সালে প্রশান্ত মহাসাগর পাড়ি দেবার সময় রহস্যময়ভাবে হারিয়ে যান তিনি।
– ভ্যালেন্তিনা তেরেসকোভা। মহাকাশ অভিযানে উজ্জ্বল এক নাম। ১৯৬৩ সালের ১৬ জুন ভস্টক 6 মহাকাশযান উৎক্ষেপিত হয়। এ মহাকাশযানে করে ভ্যালেন্তিনা ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন!
তথ্যসূত্র
– Junko Tabei: Official Website.
– The Official Website of Amelia Earheart.
– Valentina Tereshkova: First Woman in Space.