in ,

তিন গোয়েন্দা কুইজ: সেবা প্রকাশনী সিরিজ ১

তিন গোয়েন্দা কুইজ - কুইজার্ডস (Quizards)

আমাদের সেবা প্রকাশনী কুইজের প্রথম পর্ব প্রকাশিত হচ্ছে আজ। থিম হিসাবে থাকছে তিন গোয়েন্দা, যা সেবা প্রকাশনীর জনপ্রিয় একটি কিশোর গোয়েন্দা কাহিনী সিরিজ। এ সিরিজের মূল লেখক রকিব হাসান। পরবর্তীতে শামসুদ্দীন নওয়াব ছদ্মনামে লিখেছেন বেশ কয়েকজন লেখক।

১৯৮৫ সালের আগস্ট মাস থেকে বিদেশী কাহিনী অবলম্বনে শুরু হয় সিরিজটি। মূলত রবার্ট আর্থারের ‘The Three Investigators’ সিরিজ ও এনিড ব্লাইটনের ‘The Famous Five’ সিরিজের ছায়া অবলম্বনে তিন গোয়েন্দা রচিত।

কুইজ - কুইজার্ডস

তিন গোয়েন্দার প্রথম গল্প ‘তিন গোয়েন্দা’। প্রথমে একক গল্প হিসেবে প্রকাশিত হলেও পরবর্তীতে ২০০২ সাল থেকে তিনটি গল্পকে একসাথে ভলিউম আকারে বের করে সেবা প্রকাশনী। দৈনিক প্রথম আলো পরিচালিত জরিপ অনুযায়ী, বাংলাদেশের কিশোর-কিশোরীদের পড়া গল্পের বইয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে ‘তিন গোয়েন্দা’।

সিরিজের সব গল্পেই ভূমিকা এক রকম।

হ্যাল্লো কিশোর বন্ধুরা,
আমি কিশোর পাশা বলছি অ্যামেরিকার রকি বীচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলসে, প্রশান্ত মহাসাগরের তীরে। হলিউড থেকে মাত্র কয়েকমাইল দূরে। যারা এখনও আমাদের পরিচয় জানো না, তাদের বলছি আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি। নাম তিন গোয়েন্দা।

আমি বাঙালি, থাকি চাচা-চাচীর কাছে। দুই বন্ধুর একজনের নাম মুসা আমান। ব্যায়ামবীর, আমেরিকার নিগ্রো, আরেকজন রবিন মিলফোর্ড, আইরিশ অ্যামেরিকান, বইয়ের পোকা। একই ক্লাসে পড়ি আমরা।

পাশা স্যালভিজ ইয়ার্ডে লোহা-লক্কড়ের জঞ্জালের নিচে পুরোন এক মোবাইল হোম-এ আমাদের হেডকোয়ার্টার।

গোয়েন্দা প্রধান কিশোর পাশা, গোয়েন্দা সহকারী মুসা আমান আর নথি গবেষক রবিন মিলফোর্ডকে নিয়ে রকিব হাসান মাতিয়ে রেখেছিলেন আমাদের ছেলেবেলা। ছেলেবেলার সে নায়কদের সম্মানে আমাদের আজকের কুইজ।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

তিন গোয়েন্দা কুইজ: সেবা প্রকাশনী সিরিজ ১ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



এ সিরিজের বাকি দুইটি পর্ব

মাসুদ রানা কুইজ
কিশোর ক্লাসিক কুইজ

What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

সেবা প্রকাশনী কুইজ ২০১৭ - কুইজার্ডস (Quizards)

সেবা প্রকাশনী কুইজ ২০১৭

স্মৃতির কাঠঠোকরা - কুইজার্ডস (Quizards)

কাঠঠোকরা