ডেভিড বোয়ি – বিখ্যাত ব্রিটিশ গায়ক-গায়িকার তালিকা করা হলে সেরা তিনের মধ্যে এ নামটা থাকবেই। বহুমুখী প্রতিভার অধিকারী এ শিল্পী নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্ব সঙ্গীতের একজন কিংবদন্তি হিসাবে। পুরো ক্যারিয়ারে তাঁর প্রায় ১৪০ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়। তবে এ সংখ্যা দিয়ে তাঁর কৃতিত্ব পুরোপুরি বিচার করা যাবে না। ১৯৭০-এর দশকে ডেভিড বোয়ি রক মিউজিকে যোগ করেন নতুন মাত্রা। গ্ল্যাম রক ধারার একজন প্রভাবশালী শিল্পী হিসাবে বিবেচিত হন তিনি। রোলিং স্টোনের সর্বকালের অন্যতম সেরা গায়ককে নিয়ে থাকছে আজকের কুইজ।
ডেভিড বোয়ি: ৩ তথ্য
– রক মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন ডেভিড বোয়ি। দ্য কনরাডস, দ্য লোয়ার থার্ড, দ্য হাইপসহ প্রায় দশটি ব্যান্ডের হয়ে তিনি গান গেয়েছেন!
– ১৯৮৩ সালে প্রকাশিত Let’s Dance অ্যালবামকে ধরা হয় ডেভিড বোয়ির সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম।
– বিখ্যাত Space Oddity গানের প্রধান চরিত্র মেজর টমকে নিয়ে জার্মান শিল্পী পিটার শিলিং ১৯৮৪ সালে Major Tom (Coming Home) শিরোনামে একটি গান প্রকাশ করেন। আশির দশকের সবচেয়ে বিখ্যাত গানের তালিকায় জায়গা করে নিয়েছিলো এটি।
বোনাস তথ্য: ডেভিড বোয়ির নামে মাকড়সার একটি বিশেষ প্রজাতির নামকরণ করা হয়েছে। Heteropoda davidbowie হলো প্রজাতিটির বৈজ্ঞানিক নাম।