তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে একুশ শতকের অন্যতম জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ হিসাবে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির শুরু। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও সরকারি দপ্তরগুলোকে ডিজিটাল করা ও জনগণকে ই-সেবা দেবার প্রচেষ্টা ইতোমধ্যে সুফল নিয়ে এসেছে। বেড়েছে তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোগ ও উদ্যোক্তার সংখ্যা। বাংলাদেশের সার্বিক উন্নয়নে এ বিষয়গুলো বড় ভূমিকা পালন করবে, এমনটা আশা করা যায়।
প্রযুক্তি খাতে দেশের সবচেয়ে বড় সম্মেলন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ উপলক্ষে আজকের ডিজিটাল বাংলাদেশ কুইজ। মূলত জনসেবাভিত্তিক সরকারি প্রকল্পগুলোর উপর প্রশ্ন থাকছে এখানে।