দর্শকদের বিনোদনের জন্য টেলিভিশনের পর্দায় প্রচারিত হয় নানা ধরনের অনুষ্ঠান। স্বাভাবিকভাবে এদের মাত্রাও আলাদা। অবশ্য নিয়মিত খবর আর নাটক বা সিরিজ ছাড়া অন্য ধরনের টিভি অনুষ্ঠান দিয়ে পরিচিতি অর্জন সহজ নয়।
আমাদের দেশের টেলিভিশন ইতিহাসে দর্শকনন্দিত অনুষ্ঠানের তালিকা করা হলে সবার আগে খুব সম্ভবত একটা নামই পাওয়া যাবে – “ইত্যাদি”। তিন মাস পরপর বিটিভিতে প্রচারিত অনুষ্ঠানটির জন্য একসময় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতো। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক হানিফ সংকেত পরিণত হয়েছেন একজন কিংবদন্তিতুল্য টিভি ব্যক্তিত্বে।
বিভিন্ন সময়ে জনপ্রিয়তা পাওয়া দেশ-বিদেশের টিভি অনুষ্ঠান নিয়ে আমাদের এ কুইজ। মূলত ম্যাগাজিন অনুষ্ঠান, গেম শো, টক শো ও ডকুমেন্টারির উপর প্রশ্ন থাকছে এখানে। ভালো করুন বা খারাপ করুন, হানিফ সংকেতের দেখা পাবেনই!