in ,

জাপানের সংস্কৃতি কুইজ

জাপানি এ মার্শাল আর্টের অংশগ্রহণকারীরা বাঁশের তলোয়ার ও বর্ম ব্যবহার করে। কী নাম এর?
সঠিক!
ভুল!

-

বিয়ে, উৎসব ও অন্যান্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জাপানিদের নম্রতা ও সংস্কৃতির পরিচয় বহন করে এ পোশাকটি। "A thing to wear" হলো এর নামের অর্থ। যে পোশাকের কথা বলা হচ্ছে -
সঠিক!
ভুল!

-

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে মার্কিনীদের আগমনের কারণে একটি খেলার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। কোন খেলা?
সঠিক!
ভুল!

-

খাবারের যে আয়োজন দেখা যাচ্ছে নিচের ছবিতে, তার নাম কী?
সঠিক!
ভুল!

-

জাপানের পরিচিতি আমাদের কাছে শুধু জাপান হলেও নিজেদের দেশকে আরেকটা নামেও ডাকে জাপানিরা। এ নামের অর্থ হলো সূর্যোদয়ের ভূমি। কোন নাম?
সঠিক!
ভুল!

-

জাপানি শব্দ ইকেরু ও হানা থেকে আসা এ শিল্পকর্মটি ফুল সাজানোর সাথে সম্পর্কিত। এর বিভিন্ন স্টাইলের মধ্যে "Rikka", "Nagiere" ও "Shouka" উল্লেখযোগ্য। _____ হলো শিল্পকর্মটির নাম।
সঠিক!
ভুল!

-

জাপানি লেখায় মূলত দুই ধরনের লিপি ব্যবহৃত হয় - হিরাগানা ও কাতাকানা। তবে চীনা হরফের একটি পরিবর্তিত রূপের বহুল ব্যবহারও রয়েছে। এর নাম -
সঠিক!
ভুল!

-

ভালো ফসল পাবার জন্য ধর্মীয় আচার হিসাবে এ খেলাটির জন্ম হয়েছিলো। পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। ঐতিহ্যবাহী এ খেলার নাম -
সঠিক!
ভুল!

-

কাগজ না কেটে ও আঠার ব্যবহার ছাড়া তৈরি করা হয় ওরিগামি। কিন্তু কাগজ কেটে ও আঠা ব্যবহার করে তৈরি করা শিল্পকে বলা হয় -
সঠিক!
ভুল!

-

জাপানি অ্যানিমেশন ও কমিকসের পরিচিতি সারা বিশ্ব জুড়ে। কমিকসগুলো জাপানি ভাষায় পরিচিত _____ নামে।
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

জাপানি সংস্কৃতি কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Sushanto Saha

বর্তমানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, বুয়েটে (BUET)। ছোটবেলা থেকেই ভালোবাসি কুইজ করতে। ফেরদৌস বাপ্পী ভাইয়ার কুইজিং খুবই ভালো লাগে। আমি আশাবাদী মানুষ। তাই স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

লাইফ সায়েন্স কুইজ - কুইজার্ডস

লাইফ সায়েন্স কুইজ

হেরাক্লিস: গ্রিক মিথলজি কুইজ - কুইজার্ডস

হেরাক্লিস: গ্রিক মিথলজি কুইজ