স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের ঘটনাপ্রবাহের প্রভাব ছিলো দীর্ঘস্থায়ী। মাত্র অল্প কয়েকদিনের মাথায় বাংলাদেশ হারায় তাঁর শ্রেষ্ঠ কয়েকজন সন্তানকে, যাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য ও জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান, এবং মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ বীর উত্তম।
মাত্র চারদিনের ব্যবধানে বাংলাদেশে দুইটি অভ্যুত্থান ঘটে, ঢাকার কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় চারজন জাতীয় নেতাকে, পরিবর্তন ঘটে রাষ্ট্রের প্রধানের পদে, সেনাপ্রধান পদে দুইবার পরিবর্তন ঘটে। রক্তাক্ত এ ঘটনাপ্রবাহে প্রাণ হারান তিনজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকজন তরুণ কর্মকর্তা, একজন নারী ডাক্তার এবং একজন সেক্টর কমান্ডারের সহধর্মিনী।
ঘটনাবহুল নভেম্বর নিয়ে, জাতীয় চারনেতা, সকল শহীদ মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে থাকছে কুইজার্ডসের আজকের কুইজ।