ক্যারিয়ারের প্রথম ট্রফিটি রোনালদো জিতেছিলেন ২০০৪ সালে। ফাইনালে একটি গোলও করেন তিনি। কোন কাপের ফাইনাল?
সঠিক!
ভুল!
-
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম কোন মৌসুমের লা লিগা জেতেন রোনালদো? সে মৌসুমে তিনি ৪৬ গোল যোগ করেছিলেন নিজের পরিসংখ্যানে।
সঠিক!
ভুল!
-
২০১৪-১৫ লা লিগাতে সর্বোচ্চ গোলদাতা হন রোনালদো। তিনি মাত্র ৩৫ ম্যাচে _____ গোল করেন।
সঠিক!
ভুল!
-
২০১১ সালের কোপা ডেল রে ফাইনালে যে ১টি গোল করে রিয়াল মাদ্রিদ ট্রফি জিতে নেয়, সেটি আসে রোনালদোর কাছ থেকে। কোন দলের বিপক্ষে?
সঠিক!
ভুল!
-
২০০৩ সালে পর্তুগালের জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে রোনালদোর। কিন্তু সেখানে তাঁর ক্যারিয়ার ক্লাব ফুটবলের মতো উজ্জ্বল নয়। অবশেষে ২০১৬ সালে তাঁর নেতৃত্বে ইউরো জেতে পর্তুগাল। এর আগ পর্যন্ত একটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন তিনি। কোন টুর্নামেন্ট?
সঠিক!
ভুল!
-
২০১৪ উয়েফা সুপার কাপের ফাইনালে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপাজয়ী হয় রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে এ ম্যাচে কয়টি গোল করেন তিনি?
সঠিক!
ভুল!
-
প্রথম কবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রোনালদো? জর্জ বেস্টের পর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে এ সম্মানের অধিকারী হন।
সঠিক!
ভুল!
-
কোন ক্লাবের হয়ে রোনালদো তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন?
সঠিক!
ভুল!
-
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কোন ক্লাবের বিপক্ষে রোনালদো তাঁর প্রথম গোল করেন?
সঠিক!
ভুল!
-
২০০৯ সালে রোনালদো যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন, তখন ৭ নাম্বার জার্সিটা পাননি তিনি। কত নাম্বারের জার্সি বরাদ্দ ছিলো তাঁর জন্য?
সঠিক!
ভুল!
-