একুশে ফেব্রুয়ারি – আমাদের জাতীয় মানসে নতুন এক অধ্যায়ের শুরু করেছিলো এ দিনটি। বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেবার আন্দোলনের গণ্ডি পেরিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলনের বীজ রোপিত হয়েছিলো এ দিনে, যার চূড়ান্ত ফসল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৫২ সালের রক্তঝরা এ আন্দোলনই প্রথমবারের মতো আমাদেরকে সচেতন করে তোলে নিজেদের জাতীয় পরিচয় সম্পর্কে। আমরা প্রশ্ন করতে শিখেছিলাম পাকিস্তান নামক দেশে আমাদের অবস্থান ও অস্তিত্ব নিয়ে। পাকিস্তানি শাসকযন্ত্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদের সূত্রপাত তো এই একুশেই ঘটেছিলো!
আমার ভাইয়ের রক্তে রাঙানো যে একুশে ফেব্রুয়ারি, সে ভাষা আন্দোলনকে নিয়ে আজ আমাদের বিশেষ কুইজ। তবে এ কুইজটি শুধু একটি দিনকে নিয়ে নয়। বরং ভাষা আন্দোলনের উল্লেখযোগ্য ঘটনা ও ব্যক্তিকে নিয়ে প্রশ্নগুলো সাজানো হয়েছে।
উপরের কোলাজটি কুইজার্ডস ডট কোর নিজস্ব কোলাজ, যা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে রয়েছে।
কোলাজের প্রথম ছবিঃ দ্বিতীয় শহীদ দিবসে (১৯৫৪ সালের ২১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনার। ছবিটি অধ্যাপক রফিকুল ইসলামের তোলা। পাবলিক ডোমেইনে রয়েছে ছবিটি।
কোলাজের দ্বিতীয় ছবিঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো কলাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্রসভার একাংশ। ছবিটি খুব সম্ভবত অধ্যাপক রফিকুল ইসলামের তোলা। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে রয়েছে এটি।
কোলাজের তৃতীয় ছবিঃ ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার অভিমুখে হেঁটে চলেছে মানুষ। ছবির উৎস জানা যায় নি। পাবলিক ডোমেইনের অধীনে রয়েছে ছবিটি।
ছবিগুলো সম্পর্কে বিস্তারিত জানা থাকলে আমাদেরকে জানানোর অনুরোধ থাকলো।