“Necessity is the mother of invention” – কথাটার সাথে আমরা সবাই পরিচিত। প্রয়োজনের খাতিরে মানুষ তৈরি করেছিলো চাকা। ব্যাপারটা সামান্য মনে হতে পারে এ যুগে। কিন্তু প্রাচীন সভ্যতায় এ আবিষ্কার রেখেছিলো যুগান্তকারী ভূমিকা। এরকম বহু উদ্ভাবন পাল্টে দিয়েছে মানুষের জীবন।
নির্বাচিত দশ উদ্ভাবন ও উদ্ভাবক নিয়ে এবারের কুইজ। এর মধ্যে কয়েকটি জিনিসের জন্য অবদান রেখেছেন একাধিক ব্যক্তি। সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে উদ্ভাবনের নাম উল্লেখ করে দিয়েছি।