ইনজাস্টিস সিরিজ ডিসি কমিকসের নিয়মিত প্রকাশনাগুলোর চেয়ে আলাদা। মূলত ভিডিও গেম হিসাবে এর যাত্রা শুরু হবার কথা। কিন্তু গেমের আগেই সিরিজটির ডিজিটাল ভার্সন উন্মুক্ত করে ডিসি কমিকস। “Injustice: Gods Among Us” নামের গেম ২০১৩ সালে প্রকাশ করা হয়। ভিন্নধারার কাহিনীর কারণে ভক্ত-সমালোচকদের নজর কাড়ে এটি। এছাড়া অসাধারণ গ্রাফিক্স আর গেম ইঞ্জিনের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছে সিরিজের গেম ভার্সন।
ইনজাস্টিস সিরিজ: পেছনের গল্প
সুপারম্যান ডিসি কমিকসের সবচেয়ে শক্তিশালী সুপারহিরোদের একজন। তবে তার পরিচয়ের ব্যাপ্তি শক্তির কারণে নয়। সুক্ষ্ম বিবেচনাবোধ ও মানুষের কল্যাণের প্রতি তার অটল অবস্থান। কিন্তু এ সুপারহিরোটিও মুখোশের আড়ালে একজন সাধারণ মানুষের জীবনযাপন করে। তারও পরিবার আছে, আছে ভালোবাসার মানুষ। এ সাধারণত্বের সুযোগ নিয়ে যদি কোন সুপারভিলেন তার অবশ অনুভূতির দেয়াল ভেঙে দেয়, কেড়ে নেয় তার কাছের কোন মানুষকে, তাহলে কী হবে? তখন প্রতিশোধের স্পৃহায় কি সুপারম্যান অন্যরকম হয়ে উঠবে? এমন ধারণা থেকেই ইনজাস্টিস সিরিজ জন্ম নেয়।
সিরিজে সুপারম্যান পরিণত হয় অত্যাচারী এক শাসকে। সারা পৃথিবীকে তার শোষণের করাল গ্রাসে নিয়ে আসে। তাকে রোধ করতে উদ্যত হয় ব্যাটম্যান ও ওয়ান্ডার ওম্যানসহ অন্য চরিত্ররা।
ইনজাস্টিস সিরিজ নিয়ে কতটুকু জানেন, দেখা যাক।